কতবার একজন মানুষের জীবননাশের অপচেষ্টা হতে পারে? সিআইএ নাকি সমাজতান্ত্রিক কিউবার নেতা ফিদেল ক্যাষ্ট্রোকে হত্যার লক্ষ্যে ৬৩৮ বার বিভিন্নভাবে চেষ্টা করেছিল! সফল হতে পারেনি। ৪৯ বছর ফিদেল নেতৃত্ব দিয়েছেন কিউবার। বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র ক্ষেত্রেও অসংখ্যবার হত্যাচেষ্টা হয়েছে সেই ১৯৮৭ সাল থেকে।
মানুষটি একই দিনে এক মুহুর্তে একমাত্র বোন ছাড়া পরিবারের সকলকে হারালেন ঘাতকের বুলেটে। দু’বোন সে বুলেট থেকে বেঁচে রইলেন অসম্ভব এক ভাগ্য লিখনে। কিন্তু ঘাতকেরা থেমে রইলো না, একের পর এক অপচেষ্টায় তাঁকে হত্যার আয়োজন করলো। অন্ততপক্ষে ১২ বার তাঁকে সরাসরি হত্যা পরিকল্পনা বাস্তবায়ন করা হয়েছে, যা হয়েছে ব্যর্থ।
১৯৮৭ সালের ১০ নভেম্বর: স্বৈরাচারবিরোধী অবরোধকালে সচিবালয়ের সামনে তার গাড়ি লক্ষ্য করে গুলি করা হল;
১৯৮৮ সালের ২৪ জানুয়ারী: লালদীঘি ময়দানে জনসভায় যাওয়ার পথে গাড়িবহরে পুলিশ গুলি চালালো বেঁচে গেলেন তিনি কিন্তু গুলিতে প্রাণ দিলেন ২৪ জন আওয়ামী লীগ কর্মী;
১৯৮৯ সাল: ধানমন্ডির ৩২ নম্বর বাড়ি লক্ষ্য করে ফ্রিডম পার্টির অস্ত্রধারীরা গুলি চালালো এবং গ্রেনেড নিক্ষেপ করলো;
১৯৯১ সালের সেপ্টেম্বর: সংসদ উপনির্বাচনে গ্রীনরোডে ভোটকেন্দ্র পরিদর্শনের সময় তাঁকে লক্ষ্য করে ছোড়া হলো গুলি;
১৯৯৪ সাল: তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে ট্রেনমার্চে ঈশ্বরদী রেলস্টেশনে পৌঁছালে ট্রেনের বগি লক্ষ করে বৃষ্টির মত গুলি চালানো হলো;
১৯৯৫ সাল: পান্থপথের এক জনসভায় তাঁকে লক্ষ্য করে হলো বোমা হামলা;
১৯৯৬ সালের মার্চ: এক অনুষ্ঠান শেষে বেরিয়ে যাওয়ার সময় কার্জন হল থেকে গুলি করা হলো তাঁকে লক্ষ্য করে;
২০০০ সালের ২০ জুলাই: কোটালিপাড়ায় জনসভার মাঠে ৭৬ কেজি বোমা পুঁতে রাখা হলো;
২০০১ সালের মে: খুলনায় রূপসা সেতুর কাজ উদ্বোধনস্থলে পুঁতে রাখা হলো একটি শক্তিশালী বোমা;
২০০৩ সালের ৩০ আগষ্ট: সাতক্ষীরার কলারোয়ায় তাঁর গাড়িবহরটি পৌঁছোবার মুহুর্তে গাড়িবহর লক্ষ্য করে গুলিবর্ষণ করা হলো;
২০০৪ সালের ২ এপ্রিল: বরিশালের গৌরনদীতে তাঁর গাড়ী বহরে গুলিবর্ষণ হলো;
২০০৪ সালের ২১ আগষ্ট: বঙ্গবন্ধু এভিনিউ এ সন্ত্রাসবিরোধী সমাবেশে উপর্যুপরি গ্রেনেড হামলা চালানো হলো। মারা গেলেন আইভি রহমানসহ আওয়ামী লীগের ২৪ জন নেতাকর্মী। আহত হলো প্রায় ৫ শতাধিক নেতাকর্মী;
একের পর এক হত্যাচেষ্টাকে ব্যর্থ করে অবিশ্বাস্য সাহসী আর দৃঢ়চিত্ত শেখ হাসিনা এগিয়ে চললেন সমুখে। ব্রতী হলেন পিতার রেখে যাওয়া স্বজন – বাংলাদেশের মানুষের ভাগ্যোন্নয়নে।
সাগর লোহানী, সম্পাদক, বাঙালীয়ানা