ভারতের মুম্বাই হামলার হোতা ও জামাত-উদ-দাওয়া প্রধান হাফিজ সাইদকে গ্রেফতার করেছে পাকিস্তান। সন্ত্রাসবাদে অর্থায়নের মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে।
পাকিস্তান এখনও সরকারিভাবে হাফিজ সাইদের গ্রেফতারি নিয়ে কোনো কিছু ঘোষণা দেয়নি। তবে পাকিস্তানের প্রভাবশালী গণমাধ্যম ডন নিউজ বলছে কিছুক্ষণ পরই এ বিষয়ে গণমাধ্যমকর্মীদের বিস্তারিত জানানো হবে বলে সরকারি সূত্র জানিয়েছে।
মুম্বাই হামলার মূল পরিকল্পনাকারী হিসেবে হাফিজ সাইদকে বরাবরই অভিযুক্ত করে আসছে ভারত। যুক্তরাষ্ট্রও মনে করে যে, সে হামলার পেছনে হাফিজ সাইদের হাত ছিল। আমেরিকার তরফ থেকে হাফিজ সাইদকে ধরার জন্য ১০ মিলিয়ন ডলার পুরস্কারও ঘোষণা করা হয়েছিল।
২০১৪ সালে জামাত-উদ-দাওয়াকে বিদেশি সন্ত্রাসবাদী সংগঠন হিসেবে ঘোষণা করে মার্কিন যুক্তরাষ্ট্র। ফলে চাপে পড়ে সংগঠনের প্রধান হাফিজ সাইদ।
২০১৭ সালে হাফিজ সাইদ ও তার চার সহযোগীকে সন্ত্রাস আইনের অধীনে পাকিস্তান সরকার আটক করে। কিন্তু পাঞ্জাবের জুডিশিয়াল রিভিউ বোর্ড তাদের আটকাদেশ বাড়ানোর আবেদন প্রত্যাখ্যান করে ১১ মাস পরেই মুক্তি দেয়।
বাঙ্গালীয়ানা/এসএল