অসুস্থ সুবীর নন্দীকে ট্রেন থেকে নামিয়ে সিএমএইচে স্থানান্তর

Comments
বাংলাদেশের জনপ্রিয় সঙ্গীত শিল্পী সুবীর নন্দী রোববার, ১৪ এপ্রিল, ২০১৯, রাত ১১টার দিকে হৃদরোগে আক্রান্ত হলে গুরুতর অসুস্থ অবস্থায় রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি করা হয়। তাকে সিসিইউতে রাখা হয়েছে। তার পরিবার খবর নিশ্চিত করেছে।

স্থানীয় একটি দৈনিক পত্রিকায় শিল্পী সুবীর নন্দীর আত্মীয়া অভিনেত্রী ঊর্মিলা শ্রাবন্তী করের মা তৃপ্তি কর বিস্তারিত জানিয়ে বলেন, পরিবারিক অনুষ্ঠান শেষে সিলেট থেকে ফিরছিলেন সুবীর নন্দী। উত্তরার কাছাকাছি আসতেই হঠাৎ তার শারীরিক অবস্থা খুব খারাপ হয়ে যায়। বাধ্য হয়ে তাকে ট্রেন থেকে নামিয়ে অ্যাম্বুলেন্সে করে সিএমএইচে নেয়া হয়েছে।

তিনি আরও জানান, তিনি জানান, ‘জরুরি বিভাগে আনার পরে হার্ট অ্যাটাক হলে তাকে (সুবীর নন্দী) নিবিড় পর্যবেক্ষণে রাখা হইয়েছে।’

চিকিৎসকরা জানিয়েছেন, ৭২ ঘণ্টা অবজারভেশনে রাখা হবে। এর আগে কিছু বলা যাবে না।

সুবীর নন্দী দীর্ঘদিন ধরে কিডনির জটিলতায় ভুগছেন। নিয়মিতভাবে তার ডায়ালাইসিস করতে হয়।

দীর্ঘ ৪০ বছরের ক্যারিয়ারে সুবীর নন্দী গেয়েছেন আড়াই হাজারেরও বেশি গান। বেতার, টেলিভিশন এবং চলচ্চিত্রে তার রয়েছে অসংখ্য জনপ্রিয় গান। ১৯৮১ সালে তার প্রথম একক অ্যালবাম ‘সুবীর নন্দীর গান’ বাজারে আসে। তবে চলচ্চিত্রে তিনি প্রথম গান করেন ১৯৭৬ সালে আব্দুস সামাদ পরিচালিত ‘সূর্যগ্রহণ’ চলচ্চিত্রে।

চলচ্চিত্রে প্লেব্যাক করে চারবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেছেন তিনি। আর চলতি বছরে সংগীতে অবদানের জন্য বাংলাদেশ সরকার সুবীর নন্দীকে দেশের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মাননা একুশে পদকে ভূষিত করেছে।

বাঙালীয়ানা/এসএল

মন্তব্য করুন (Comments)

comments

Share.