আইএসের বার্তা সংস্থা আমাক (AMAQ)-এ মঙ্গলবার হামলার দায় স্বীকার করে আরবিতে লেখা একটি বার্তা আসে। তবে রয়টার্স জানিয়েছে যে এ দাবির পক্ষে কোনো প্রমাণ দেখানো হয়নি।
শ্রীলঙ্কার প্রতিরক্ষা মন্ত্রী রুয়ান বিজয়বর্ধনে পার্লামেন্টে “জেএমআইয়ের (জমিয়াতুল মিল্লাতু ইব্রাহিম) সঙ্গে মিলে ন্যাশনাল তাওহীদ জামায়াত এ হামলা চালিয়েছে,” বলবার কিছুক্ষণ পরেই আইএস হামলার দায় স্বীকার করলো।
বিজয়বর্ধনে আরও বলেছিলেন, ‘‘ক্রাইস্টচার্চের মসজিদে মুসলিম হত্যার প্রতিশোধ নিতেই শ্রীলঙ্কায় হামলা চালানো হয়েছে। প্রাথমিক তদন্তের পর গোয়েন্দাদের হাতে উঠে এসেছে এই তথ্য।’’
সন্দেহভাজন ৪০ জনকে গ্রেফতার করা হয়েছে এ ঘটনার পর।