আইসিইউতে মমতাজউদ্দীন আহমেদ

Comments

রাজধানীর একটি বেসরকারী হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন নাট্যব্যক্তিত্ব মমতাজউদ্দীন আহমেদ। তাঁর শারীরিক অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

মমতাজউদ্দীন আহমেদের পারিবারিক সূত্রে জানা গেছে, বেশ কয়েক দিন ধরেই ফুসফুসের সংক্রমণ ও অ্যাজমার সমস্যায় দীর্ঘদিন ধরে ভুগছিলেন তিনি। আজ তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে হাসপাতালে ভর্তি করা হয়। তবে শেষ খবর পাওয়া পর্যন্ত চিকিৎসকদের সূত্রে জানা গেছে যে তাঁর অবস্থা উন্নতির দিকে।

মমতাজউদ্দীনের দুই ছেলেই থাকেন যুক্তরাষ্ট্রে। বাবার অসুস্থতার খবর শুনে দুজনই রওনা হয়ে আজ মংগলবার, ১৬ অক্টোবর ভোরে ঢাকা পৌঁছেছেন।

মমতাজউদ্দীন আহমেদ বাংলাদেশের একজন প্রখ্যাত নাট্যকার, অভিনেতা ও ভাষাসৈনিক। স্বাধীনতা উত্তর বাংলাদেশের নাট্য আন্দোলনের অন্যতম পথিকৃত। এক অঙ্কের নাটক লেখায় বিশেষ পারদর্শিতার স্বাক্ষর রেখেছেন। তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগে খন্ডকালীন শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন তিনি। এছাড়া বিভিন্ন সরকারি কলেজে ৩২ বছর বাংলা ভাষা সাহিত্য এবং বাংলা ও ইউরোপীয় নাট্য বিষয়ে শিক্ষকতা করেন।

১৯৯৭ সালে তিনি নাট্যকার হিসেবে একুশে পদকে ভুষিত হন।

 

বাঙালীয়ানা/এমএ

মন্তব্য করুন (Comments)

comments

Share.