ভিকারুননিসা নূন স্কুলের নবম শ্রেণীর শিক্ষার্থী অরিত্রী অধিকারীর আত্মহত্যার ঘটনায় ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের সহকারী শিক্ষকা হাসনা হেনাকে গ্রেফতার করা হয়েছে। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ বুধবার, ৫ ডিসেম্বর, ২০১৮, রাত সাড়ে ১১টার দিকে রাজধানীর উত্তরা থেকে তাকে গ্রেফতার করে।
ডিবির সূত্র এ তথ্যের সত্যতা তথ্য নিশ্চিত করেছে। পল্টন থানায় অরিত্রীর বাবার দায়েরকৃত আত্মহত্যায় প্ররোচনা মামলার তিন নম্বর আসামি হাসনা হেনা।
এর আগে ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী অরিত্রী অধিকারীর ‘আত্মহত্যা প্ররোচনা’র বিষয়টি তদন্তে প্রমাণিত হওয়ায় প্রিন্সিপাল (ভারপ্রাপ্ত) নাজনীন ফেরদাউসসহ তিন শিক্ষকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেয় শিক্ষা মন্ত্রণালয়। বরখাস্ত করা হয় প্রতিষ্ঠানটির ভারপ্রাপ্ত অধ্যক্ষ নাজনীন ফেরদাউস, প্রভাতী শাখার প্রধান জিনাত আক্তার এবং শ্রেণী শিক্ষক হাসনা হেনা। গোয়েন্দারা হাসনা হেনার অবস্থান নিশ্চিত হয়ে রাত ১১টার দিকে উত্তরায় অভিযান চালায়। সেখান থেকে তাকে গ্রেফতার করে নিয়ে আসে মিন্টো রোডের ডিবি কার্যালয়ে। আগামীকাল সকালে তাকে আদালতে নেওয়া হবে।
উল্লেখ্য, ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজের নবম শ্রেনীর ছাত্রী অরিত্রী অধিকারী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছিলো ৩ ডিসেম্বর। ৪ ডিসেম্বর পল্টন থানায় অরিত্রীর পরিবার, অরিত্রীকে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগ এনে ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজের প্রিন্সিপাল ও আরও দুই শিক্ষককে আসামী করে মামলা দায়ের করেছে।
বাঙালীয়ানা/এসএল