আরেক বাঙালীর নোবেল জয়

Comments

অর্থনীতিতে নোবেল পেলেন ভারতের অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায় ৷ অমর্ত্য সেনের পরে দ্বিতীয় বাঙালী হিসেবে এই সম্মানে ভূষিত হলেন অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়।

Abhijit Vinayak Banerjee

স্ত্রীর সঙ্গে অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়

একই দিনে নোবেল সম্মান পেলেন তাঁর স্ত্রী এস্থার ডাফলোও। পুরস্কৃত হলেন অর্থনীতিবিদ মাইকেল কার্মারও। নোবেল কমিটি জানাচ্ছে, দারিদ্র্য দূরীকরণ নিয়ে গবেষণার ধরন পালটে দেবার জন্যেই পুরস্কার দেওয়া হল ভারতের অভিজিৎ ব্যানার্জি, ফরাসী এস্তার ডুফলো ও যুক্তরাষ্ট্রের মাইকেল ক্রেমারের নাম ঘোষণা করে।

এবার নোবেল পুরস্কারের ৯০ লাখ সুইডিশ ক্রোনার ভাগ করে নেবেন তারা। আগামী ১০ ডিসেম্বর সুইডেনের রাজধানী স্টকহোমে আনুষ্ঠানিকভাবে তাদের হাতে পুরস্কার তুলে দেওয়া হবে।

অভিজিৎ বন্দ্যোপাধ্যায় ১৯৬১ সালের ২১ ফেব্রুয়ারী কলকাতায় জন্মগ্রহণ করেন। তার বাবা দীপক বন্দ্যোপাধ্যায় ছিলেন কলকাতা প্রেসিডেন্সি কলেজের অর্থনীতি বিভাগের প্রধান ও অধ্যাপক এবং তার মা নির্মলা বন্দ্যোপাধ্যায় ছিলেন সেন্টার ফর স্টাডিজ ইন সোশ্যাল সায়েন্সেস, কলকাতা এর অর্থনীতি বিভাগের একজন অধ্যাপক।

অভিজিৎ সাউথ পয়েন্ট স্কুল এবং কলকাতার প্রেসিডেন্সি কলেজে লেখাপড়া করেন, যেখান থেকে ১৯৮১ সালে অর্থনীতিতে বি.এস ডিগ্রি অর্জন করেন। পরবর্তীতে তিনি ১৯৮৩ সালে দিল্লীর জওহরলাল বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে এম.এ ডিগ্রি সম্পন্ন করেন। ১৯৮৮ সালে তিনি অর্থনীতিতে পিএইচডিতে পড়াশুনার জন্য হার্ভার্ডে ভর্তি হন।

বাঙালীয়ানা /এসএল

মন্তব্য করুন (Comments)

comments

Share.