আলোকচিত্র তৈরীর প্রক্রিয়া আবিষ্কারের পর জোসেফ নিসেফোর নিপেক থেকে শুরু করে উনবিংশ শতাব্দীর হেনরী কার্টিয়ার ব্রেসো, রবার্ট কাপা’রা তাদের নিজ নিজ কাজের মাধ্যমে আলোচনায় আসেন, কিন্তু আমাদের এখানে আলোকচিত্র ও আলোকচিত্রীর বিকাশ ঘটে বিংশ শতাব্দীর ষাটের দশকে। তখনকার আমাদের গ্রামবাংলাসহ বিশেষ করে মুক্তিযুদ্ধের বেশ কিছু ছবি বৈশ্বিকভাবে মানুষকে নারা দেয়।
ষাটের দশক থেকে বাংলাদেশে ফটোগ্রাফি চর্চার যে আন্দোলন, তার উৎকর্ষ হয়েছে দুরকম পথে, ব্যক্তিগতভাবে ও প্রাতিষ্ঠানিকভাবে। ব্যক্তিগতভাবে অনেকের নাম আলোচনায় চলে আসে, চলে আসে অনেকের উজ্জ্বল ভূমিকাও। আর প্রাতিষ্ঠানিক রূপ লাভ করে মূলত আলোকচিত্রাচার্য মঞ্জুর আলম বেগ প্রতিষ্ঠিত বেগার্ট ইনস্টিটিউট অব ফটোগ্রাফি ও গোলাম কাশেম ড্যাডির ক্যামেরা রিক্রিয়েশন ক্লাবসহ অন্যান্য প্রতিষ্ঠানের মাধ্যমেই।
বাংলাদেশে ফটোগ্রাফির আন্দোলন শুরু হয় লেখক, সংগঠক এবং গবেষক আলোকচিত্রাচার্য মঞ্জুর আলম বেগের নেতৃত্বে ১৯৬০ সালে ফটোগ্রাফি শিক্ষাকেন্দ্র বেগার্ট ইনস্টিটিউট অব ফটোগ্রাফি প্রতিষ্ঠার মাধ্যমে। বেগার্টের মাধ্যমে বাংলাদেশে পেশাদার ফটোগ্রাফির নতুন সূচনা শুরু হয়। সেসময় আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের পরিচিতিকে তুলে ধরার ক্ষেত্রে যে মাধ্যমগুলো বড় ভূমিকা রেখেছিল, তার মধ্যে ফটোগ্রাফি ছিল অন্যতম। আলোকচিত্রাচার্য মঞ্জুর আলম নিজ উদ্যোগে ১৯৭৫ সালে বেগার্টের ১৫তম জন্মদিনে ‘বাংলাদেশ ফটোগ্রাফিক সোসাইটি’ (BPS) প্রতিষ্ঠা করেন। আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন এই আলোকচিত্রীকে ২০০৭ সালে রাষ্ট্রীয় সর্বোচ্চ সম্মান একুশে পদক (মরণোত্তর) প্রদান করা হয়।

ছবি : মঞ্জুর আলম বেগ

মঞ্জুর আলম বেগ

বাংলাদেশ ফটোগ্রাফি সোসাইটি
গোলাম কাশেম (ড্যাডি) ১৯৬২ সালে ক্যামেরা রিক্রিয়েশন ক্লাব নামে একটি সাংস্কৃতিক সংগঠন গড়ে তোলেন।ড্যাডি উপাধিতে তাকে ভূষিত করেন মঞ্জুর আলম বেগ।

ছবি : গোলাম কাশেম ড্যাডি
মুক্তিযুদ্ধের সময়ে ঢাকা ও ঢাকার বাইরে কর্মরত ফটোসাংবাদিক ও অন্যান্য আলোকচিত্রশিল্পী যুদ্ধের প্রামাণ্যচিত্র ধারণ করেন। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে অংশ নেওয়া আলোকচিত্রকরদের মধ্যে রয়েছেন রশীদ তালুকদার, নাইব উদ্দিন আহমেদ, মঞ্জুর আলম বেগ, মোহাম্মদ আলম, হামিদ রায়হান, সফিকুল ইসলাম স্বপন, গোলাম মাওলা, আনোয়ার হোসেন, পাভেল রহমান এবং আরও অনেকে।কালজয়ী সেসব আলোকচিত্রের কিছু অংশ তুলে ধরা হল।

ছবি : নাইব উদ্দিন আহমেদ

ছবি : পাভেল রহমান

প্রথম নারী আলোকচিত্রী সাইদা খানম

সাইদা খানমের আলোকচিত্র

সাইদা খানমের আলোকচিত্র

ছবি : আনোয়ার হোসেন

ছবি : আনোয়ার হোসেন

ঊনসত্তরের গণ অভ্যুত্থানের ছবি। ছবি : রশীদ তালুকদার

ছবি : নাসির আলী মামুন
এরপর থেকে ফটোগ্রাফিতে বাংলাদেশকে আর ঘুরে পিছনে তাকাতে হয়নি। ফটোগ্রাফিতে বিশ্বের প্রায় সকল মর্যাদা আমদের ঘরে এসেছে এবং বিশ্ব জুড়ে আলোচিত হয় আমাদের কাজ।
বিশেষ দ্রষ্টব্য : উপরের সকল ছবি ইন্টারনেট থেকে সংগৃহীত
বাঙালীয়ানা/এমএ/জেএইচ