‘বেদের মেয়ে জোসনা’ কে বলা হয় বাংলাদেশের চলচ্চিত্র ইন্ডাষ্ট্রির সবচেয়ে ব্যবসা সফল ছবি। এই ছবির অন্যতম আকর্ষন ছিলো তারকাদের মেকআপ। ছবিতে মেকআপম্যান এর দায়িত্বে নিয়োজিত ছিলেন কাজী হারুন। এখন আর তার খবর রাখছেন না কেউ। কোথায় আছেন, কেমন আছেন, কীভাবে দিন যাপন করছেন সবই ছিল চলচ্চিত্র অঙ্গনের মানুষদের অজানা। এবার খবরের শিরোনামে এলেন কাজী হারুন।
সম্প্রতি ভিক্ষা করা অবস্থায় এক বৃদ্ধের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। তার পরিচয় জানার পর চমকে যান সবাই। তিনি আর কেউ নন দেশের সবচেয়ে ব্যবসা সফল ছবির মেকাপম্যান কাজী হারুন। শুধুেই তাই? ১৯৯৪ সালে মুক্তি পাওয়া ছবি ‘হৃদয় থেকে হৃদয়’য়ে কাজের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান তিনি।
স্ট্রোক করার পর এক পা অসাড় হয়ে যায় তার। হারান বাকশক্তিও তাই বাধ্য হয়েই জীবিকার সন্ধানে ভিক্ষাবৃত্তিতে নামেন তিনি। কাজী হারুন এখন এমনই মানবেতর জীবন যাপন করছেন।
কাজী হারুনের বিষয়টি নিয়ে বেশ আগে থেকেই জানতেন বাংলাদেশ চলচ্চিত্র মেকআপম্যান সমিতি। বেশ কয়েকবার তাকে আর্থিক সহায়তা দেওয়া হয়েছে বলে গণমাধ্যমকে জানিয়েছেন সমিতির সভাপতি শামসুল ইসলাম। এবার সমিতির পক্ষ থেকে কাজী হারুনের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা বরাবর আবেদন করার প্রস্তুতিও নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন তিনি।
বিষয়টি নিয়ে শামসুল ইসলাম বলেন, “কাজী হারুন ও আবদুর রহমান নামের আমাদের সিনিয়র শিল্পী গুরুতর অসুস্থ। তাদের দুজনের স্ট্রোক হয়েছিল। ফলে দুজনই প্রায় পঙ্গু। এরমধ্যে কাজী হারুন সাহেব ভিক্ষা করছেন। বিষয়টি আমাদের জন্য খুবই দুঃখের ও লজ্জার। গত সপ্তাহে এ দুজনের জন্য আমরা প্রধানমন্ত্রী বরাবর আবেদনের কাজ শুরু করি। এটা আসলে ভুক্তভোগীদের তরফ থেকে করলে অনেক কাগজ ও সুপারিশ লাগে। ১৩ অক্টোবর চলচ্চিত্রের বিভিন্ন সমিতি থেকে তাদের জন্য সুপারিশ সংগ্রহ করেছি। চলতি সপ্তাহের মধ্যে আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আর্থিক সহায়তার জন্য আবেদন করব।”
কাজী হারুনের দুই ছেলে ও এক মেয়ে। ছেলেরা মাদকাসক্ত বলেই জানা গেছে। এমনকি জোর করে হারুনকে দিয়ে ভিক্ষা করানোরও অভিযোগ আছে তাদের বিরুদ্ধে।
বাঙালীয়ানা/টিএইচ/জেএইচ