ইরান ঘিরে যুক্তরাষ্ট্রের বোমারু বিমান ও রণতরীর সমাবেশ

Comments

যুক্তরাষ্ট্র আর ইরানের মধ্যে উত্তেজনা বাড়তে থাকার মাঝে চারটি আমেরিকান বি-৫২ বোমারু বিমান কাতারে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিতে এসে নেমেছে। খবর বিবিসির।

ওয়াশিংটন যখন এমন দাবি করছে যে, ইরান সম্ভবত মধ্যপ্রাচ্যে মোতায়েন করা মার্কিন সৈন্যদের ওপর আক্রমণ চালানোর প্রস্তুতি নিচ্ছে – ঠিক সেই সময়ই এই বোমারু বিমান পাঠানো হলো।

ইরান অবশ্য এসব অভিযোগ অস্বীকার করছে । ইরাকে মার্কিন অভিযানের সময় তাদের ভাষায় যেরকম ‘মিথ্যে গোয়েন্দা তথ্য’ ছড়ানো হচ্ছিল, তার সঙ্গে এর তুলনা করছে ইরান।

এদিকে যুক্তরাষ্ট্র হঠাৎ করেই মধ্যপ্রাচ্যে একটি বিমানবাহী রণতরী পাঠিয়েছে ইরানকে হুঁশিয়ার করে দেয়ার জন্য।

Abraham

বিমানবাহী জাহাজ ইউএসএস আব্রাহাম লিংকন

যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন বোল্টন বলেছেন, তারা ইরানের দিক থেকে বেশ কিছু হুমকির মোকাবেলায় এই পদক্ষেপ নিয়েছেন। বিমানবাহী জাহাজ ইউএসএস আব্রাহাম লিংকন এবং একটি বম্বার টাস্ক ফোর্স মোতায়েন করার মূল উদ্দেশ্য হচ্ছে ইরানের কাছে একটি স্পষ্ট এবং সন্দেহাতীত বার্তা পৌঁছে দেয়া। যদি ইরান যুক্তরাষ্ট্রের বা তার মিত্রদের কোন স্বার্থে আঘাত হানে, তাহলে সাথে সাথে নির্মম শক্তিপ্রয়োগের মাধ্যমে এর জবাব দেয়া হবে।

মার্কিন সরকারের কিছু সূত্রকে উদ্ধৃত করে বার্তা সংস্থা রয়টার্স বলছে, মধ্যপ্রাচ্যে মার্কিন বাহিনীর ওপর সম্ভাব্য হামলা মোকাবেলায় সেখানে এই রণতরী পাঠানো হয়েছে।

একটি যুদ্ধ মহড়ায় অংশ নেয়ার জন্য এই মার্কিন রণতরী গত এপ্রিল থেকেই ইউরোপে ছিল। তবে উপসাগরীয় অঞ্চলে মার্কিন রণতরী ইউএসএস আব্রাহাম লিংকন মোতায়েনের ঘটনা এটাই প্রথম নয়। কিন্তু এবার রণতরী পাঠানোর ঘটনা ঘটলো এমন এক সময় যখন যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে উত্তেজনা বাড়ছে।

ছবি: গেটিইমেজ

বাঙালীয়ানা/এসএল

মন্তব্য করুন (Comments)

comments

Share.