বিমানবন্দর সড়ক থেকে উত্তরার আজমপুর সড়ক পর্যন্ত ল্যাম্পপোস্ট বসানোর জন্য কাটা হচ্ছে সহস্রাধিক গাছ। ইতিমধ্যে বিমানবন্দর সড়ক হতে উত্তরা এক নম্বর সড়ক পর্যন্ত গাছ কাটার কাজ সম্পন্ন হয়েছে।

উত্তরায় গাছ কাটা bangalianaa(3)

কর্তনকৃত গাছ

গাছ কাটার জন্য সরকার কর্তৃক তিনটি ঠিকাদারি প্রতিষ্ঠানকে দায়িত্ব দেওয়া হয়েছে। তারা বহুদিন ধরেই এসকল গাছ কাটার সাথে সাথে ল্যাম্পপোস্ট বসানোর কাজ করছেন। মঙ্গলবার, ১৮ সেপ্টেম্বর উত্তরায় গাছ কর্তন কালে এক ঠিকাদারি প্রতিষ্ঠানের গাছ কর্তনকারী মো: হাসেম বাঙালীয়ানাকে জানান যে, তাদের সাথে ৪৫টি গাছ কাটার চুক্তি হয়েছে। সামনের দিকে জসিমউদ্দিন সড়ক পর্যন্ত গাছ কাটার জন্য অন্যান্যরা চুক্তিবদ্ধ হয়েছে বলে জানিয়েছেন ঐ কর্তনকারী।

ফটো ফিচার : উত্তরায় গাছের বিকল্প ল্যাম্পপোস্ট (ফটো স্টোরি)

উত্তরায় গাছ কাটা bangalianaa(5)

আরেকটি প্রতিষ্ঠান কর্তনকৃত গাছ গুলোর স্থানে ল্যাম্পপোস্ট বসানোর কাজ শুরু করেছে। তারা উত্তরা এক নম্বর সেক্টরের এক নম্বর সড়ক পর্যন্ত ল্যাম্পপোস্ট বসিয়েছেন এবং কিছু কিছু স্থানে গর্ত করার কাজ চলছে। তাদের একজনের সাথে কথা বলে জানা যায় তারা শুধু গর্ত করার জন্য চুক্তিবদ্ধ হয়েছেন, ল্যাম্পপোস্ট বসাচ্ছে অন্য একটি প্রতিষ্ঠান।

উত্তরায় গাছ কাটা bangalianaa(6)

বসানো ল্যাম্পপোস্ট

উত্তরায় বসবাসরত প্রখ্যাত জাদুশিল্পী জুয়েল আইচ এ বিষয়ে বাঙালীয়ানা’কে বলেন, “এটা শুধু গাছগুলো কেটে ফেলা নয়, হত্যা। আই ফিল সিক, এটা আজকে থেকে চলছে তা না। প্রায় একবছর যাবত এই কাজ উত্তরার বিভিন্ন জায়গায় চলছে”।

তিনি আরো বলেন, “এই কাজটা একেবারেই গণহত্যার মত। এগুলো কিছুতেই সহ্য করতে পারছি না। এই শহরে আমরা নিজেদের কবর নিজেরাই রচনা করলাম।”

উত্তরায় গাছ কাটা bangalianaa(7)

এয়ারপোর্ট থেকে উত্তরার দিকে চলাচলকারী পথচারীর সঙ্গী ছিল এই গাছগুলো। ছায়ার সাথে সৌন্দর্য বর্ধনকারী গাছগুলো কাটার মাধ্যমে উত্তরা পরিণত হচ্ছে মরুভূমিতে।

ফটো ফিচার : উত্তরায় গাছের বিকল্প ল্যাম্পপোস্ট (ফটো স্টোরি)

ছবি : মহিউদ্দিন অনিক

বাঙালীয়ানা/এমএ/জেএইচ

মন্তব্য করুন (Comments)

comments

Share.