এভারেস্ট চূড়ায় প্রথম নারী

Comments

।। মীর শামছুল আলম বাবু ।।

“আমি জানতাম ‘কেউক্রাডং’ই হল বাংলাদেশের সবচেয়ে উঁচু পাহাড়, জাপান থেকে সেটাতে চড়তেই সব অনুমতি নিয়ে এদেশে আসার পর শুনলাম সেটা নয় ‘তাজিনডং’ নামের পাহাড় নাকি তার চেয়েও উঁচু – কেউ কেউ বলল সেটাও নয় – ‘সাকা হাফং’ উঁচু। আমি তো ‘কেউক্রাডং’ চড়ার অনুমতি নিয়ে এসেছি, নিরাপত্তা বাহিনী আমাকে ওটা ছাড়া অন্য কোনটাতেই উঠতে দিবে না – আমি চাইলেও ‘জাপান দুতাবাস’ নিরাপত্তা বাহিনীর অনুমতি ছাড়া অন্যগুলোতে যেতে না করলেন। আমাকে ‘কেউক্রাডং’ উঠেই চলে আসতে হলো। এখন আপনারাই বলেন – আমি কি ‘পৃথিবীর সবগুলো দেশের উঁচু পাহাড় জয়ের আমার মিশনের ৬৪ তম দেশ হিসেবে বাংলাদেশের ‘কেউক্রাডং’ এর নাম বলবো কি বলবো না? আপনারা বললে আমি তা আমার অর্জন হিসেবে লিখবো না হলে লিখবো না।“

জুনকো তাবেই

৫ জানুয়ারি ২০১৩, সিরডাপ মিলনায়তনে সাংবাদিক ও এডভেঞ্চারপ্রিয় কিছু লোকের সামনে এই কথা বলে প্রশ্ন ছুঁড়ে নিজের সততা এবং আমাদের জাতিগত দৈন্য, অবহেলার পরিচয় দিলেন মাত্র এক বছর আগে ক্যান্সারের সাথে লড়াই করে জয়ী ৭৩ বছর ৩ মাস ১৩ দিন বয়সী ‘জুনকো তাবেই’ – যিনি বিশ্বের সবচেয়ে উঁচু চূড়া ‘এভারেস্ট’ এবং সাত মহাদেশের সাত উঁচু চূড়া (সেভেন সামিট) জয়ী প্রথম নারী। আমরা একে অপরের মুখ চাওয়া চাওয়ি করে একটু পর কয়েকজন মিলে জানিয়ে দিলাম – জ্বি পারেন, যদিও আমরা জানি ‘কেউক্রাডং’ সবচেয়ে উঁচু নয় তবুও যেহেতু সরকারী ভাবে এখনো এটাকেই এদেশের সবচেয়ে উঁচু পাহাড় বলা হয় – সেহেতু আপনি আপনার বিভিন্ন দেশের উঁচু পাহাড় জয়ের মিশনের ৬৪তম দেশ হিসেবে বাংলাদেশের ‘কেউক্রাডং’ এর নাম বলতে পারেন।

জুনকো তাবেই এর সাথে  লেখক মীর শামসুল আলম বাবু

একজন এডভেঞ্চার প্রেমী হিসেবে এভারেস্ট জয়ী প্রথম নারীর পাহাড়ের প্রতি ভালোবাসা ও সততা দেখে বোঝা যায় আসলে পাহাড়প্রেমী মানুষরা পাহাড়ের মতই বিশাল মনের অধিকারী হন। ১৯৩৯ সালে তিনি জাপানে জন্মগ্রহণ করেন, ১৯৭৫ সালের ১৬ মে তিনি প্রথম নারী হিসেবে এভারেস্ট জয় করেন এবং ১৯৯৩ সালের ২৮ জুন ৫৩ বছর বয়সে এন্টারটিকা মহাদেশের উঁচু চূড়া ‘মাউন্ট ভিনসন’ (১৬,০৫০ফুট) জয় দিয়ে তিনি সাত মহাদেশের সাত উঁচু চূড়া জয়ের মিশন সাফল্যজনক ভাবে সমাপ্ত করেন – পাশাপাশি চলছিলো তার বিশ্বের বিভিন্ন দেশের সবচেয়ে উঁচু চূড়া জয়ের অভিযান, সমাপ্ত করেছিলেন ৬৯ দেশের উঁচু চূড়া – যার ৬৪তম চূড়া জয়ের জন্যই তিনি ২০১৩ সালের জানুয়ারিতে এসেছিলেন বাংলাদেশে।

বিশ্বের সবচেয়ে উঁচু চূড়া ‘এভারেস্ট’ এবং সাত মহাদেশের সাত উঁচু চূড়া (সেভেন সামিট) জয়ী প্রথম নারী ‘জুনকো তাবেই’ এর শনিবার, ২২ সেপ্টেম্বর, ২০১৮ তার ৭৯তম জন্মদিন।

 

 

লেখক পরিচিতি

মীর শামছুল আলম বাবু  বাংলাদেশের পদ্ধতিগতভাবে প্রশিক্ষণপ্রাপ্ত পথিকৃৎ পর্বতারোহী, তিনি এদেশের প্রথম পর্বতারোহণ প্রশিক্ষক ও একমাত্র উচ্চতর প্রশিক্ষণপ্রাপ্ত উদ্ধারকর্মী। এছাড়া তিনি একজন আলোকচিত্র ও চলচ্চিত্রগ্রাহক এবং চলচ্চিত্র নির্মাতা ও গবেষক।

 

মন্তব্য করুন (Comments)

comments

Share.