২০১৯ সালের এসএসসি ও সমমান পরীক্ষায় সারাদেশে গড় পাসের হার ৮২.২০ শতাংশ। গতবারের তুলনায় এবার পাসের হার ৪ দশমিক ৪৩ শতাংশ বেশি।
সোমবার, ৬ মে, ২০১৯, আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে এই ফলাফল ঘোষণা করেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।
এ বছর শিক্ষাবোর্ডে পাসের হার:
রাজশাহী – ৯১ দশমিক ৬৪ শতাংশ,
ঢাকা – ৭৯ দশমিক ৬২ শতাংশ,
সিলেট – ৭০ দশমিক ৮৩ শতাংশ,
চট্টগ্রাম – ৭৮ দশমিক ১১ শতাংশ
দিনাজপুর – ৮৪ দশমিক ১০ শতাংশ পাসের হার
কুমিল্লা – ৮৭ দশমিক ১৬ শতাংশ
যশোর – ৯০ দশমিক ৮৮ শতাংশ
বরিশাল – ৭৭ দশমিক ৪১ শতাংশ
মাদরাসা শিক্ষাবোর্ড – ৮৩ দশমিক ০৩ শতাংশ
কারিগরি বোর্ড – ৭২ দশমিক ২৪ শতাংশ
জিপিএ-৫ পেয়েছে:
আট শিক্ষাবোর্ডে এক লাখ ৫ হাজার ৫৯৪ জন
কারিগরি শিক্ষাবোর্ডে ৪ হাজার ৭৫১ জন
মাদ্রাসা বোর্ডে ৬ হাজার ২৮৭ শিক্ষার্থী।
এসএসসি ও সমমানের পরীক্ষায় এবার ২১ লাখ ২৭ হাজার ৮১৫ শিক্ষার্থী অংশ নিয়েছে। এরমধ্যে ১০ লাখ ৫৯ হাজার ২৮৮ জন ছাত্রী এবং ১০ লাখ ৬৮ হাজার ৫২৭ জন ছাত্র। এর মধ্যে আট শিক্ষা বোর্ডে ১৭ লাখ ৪৯ হাজার ১৬৫ শিক্ষার্থী পাস করেছে।
প্রসঙ্গত, এ বছর সাধারণ শিক্ষা বোর্ডগুলোর তত্ত্বীয় পরীক্ষা ২ ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে ২৬ ফেব্রুয়ারি শেষ হয়। আর ব্যবহারিক পরীক্ষা ২৭ ফেব্রুয়ারী শুরু হয়ে শেষ হয় ৫ মার্চ।