কলকাতা চলচ্চিত্র উৎসবে তথ্যচিত্র ‘নিমাই ঘোষ’

Comments

প্রতি বছরের মতো কলকাতায় এ বছরেও অনুষ্ঠিত হচ্ছে আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। এবারে অনুষ্ঠিত হচ্ছে এই উৎসব’র ২৪তম বর্ষ।

কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে এই বছর ৭০ টি দেশের মোট ১৭০টি সিনেমা প্রদর্শিত হচ্ছে। উৎসবের প্রথমদিন সন্ধ্যায় সারা ফেলেছে অনির্বাণ মিত্র ও তীর্থ দাশগুপ্তর একটি তথ্যচিত্র। চিত্রকর নিমাই ঘোষ কে নিয়ে চলচ্চিত্রের নাম, Nemai Ghosh – A ray of lights । নিমাই ঘোষ যে শুধুমাত্র সত্যজিৎ রায়েরই চিত্রকর তা নয়, তিনি স্বতন্ত্র ভাবে ছবি তুলেও বিখ্যাত হয়েছেন।

চলচ্চিত্রে, নিমাই ঘোষ স্মৃতিচারণ করেছেন সত্যজিৎ রায়ের সঙ্গে কাজের শুরু থেকে একেবারে সত্যজিৎ রায় মারা যাওয়া পর্যন্ত সমস্ত সময় নিয়ে। এ ছাড়াও সম্পূর্ণ ছবিটার সম্পাদনা ও শব্দের ব্যবহার তথ্যচিত্রটিকে সাফল্যের শিখরে পৌঁছে দিয়েছে। তাছাড়া নিমাই ঘোষ’র মত মানুষ কে নিয়ে তথ্য চিত্র তৈরীর ভাবনাও চিত্র পরিচালক দের মধ্যে বিরল।

এই তথ্যচিত্র দর্শকদের প্রবলভাবে আকৃষ্ট করেছে। পেক্ষাগৃহেও বহু দর্শকের ভীড়ে প্রমাণ মিলেছে সাফল্যের।

বর্তমানে তথ্য চিত্র নির্মাণে পরিচালকেরা খুব একটা পথ না বাড়ালেও, নিমাই ঘোষ’র মত ব্যক্তি কে নিয়ে এই নির্মাণ-সত্যিই অতুলনীয় ভাবনার দাবী তৈরী করেছে।

উৎসব চলবে ১৭ নভেম্বর পর্যন্ত।

বাঙালীয়ানা/ডিজি/জেএইচ

মন্তব্য করুন (Comments)

comments

Share.