সকাল থেকে রাত বেগুসরাইয়ে এখন কানহাইয়ার সুর। বিহারের বুকে শেষ কবে কোন বামপ্রার্থী প্রচারে এমন ঝড় তুলেছেন, তা বলা মুশকিল। তবে বিহট গ্রামের আজাদ ক্যান্টিন থেকেই যেন আজাদির পরিকল্পনা সাজিয়ে ফেলেছেন বামপ্রার্থী কানহাইয়া কুমার।
গ্রামটার নাম বিহট। টালির চালের এই উঠোন থেকে বিপ্লবের পাঠ। দিল্লির জহওরলাল নেহরু বিশ্ববিদ্যালয় থেকে আবার মাটির টানে ফেরা আর বাবা-কাকাদের বাম মানসিকতায় গড়ে ওঠা সমাজ বদলের স্বপ্ন চোখে বিহার থেকে তিহারের রচনায় কানহাইয়ার কলমে পরতে পরতে তাই গ্রামীণ রাজনীতির কথা। ভিটেতে ফিরে দেশ বদলের স্বপ্ন, বত্রিশের তরুণ তুর্কী কানহাইয়ার চোখে। তার হয়ে প্রচারে এসেছেন সমাজকর্মী তিস্তা শীতলওয়াড়ও।
কানহাইয়ার কাকা রাজিন্দার সিংবলছেন, এ কানহা প্রেমিক নন, লড়াকু। তার কাছে নির্বাচন সমাজ ব্যবস্থা বদলের মাপকাঠি মাত্র। সেই দাড়িপাল্লায় হার-জিতের অর্থ নেই। রাজিন্দারের কাছে অনেক বেশি প্রাসঙ্গিক কানহাইয়ার এই লড়াই। কিন্তু কী ভাবছেন কানহাইয়া? বেগুসরাইয়ের ভোট এবার সব আলোচনায়। সামনে হেভিওয়েট গিরিরাজ সিং। যিনি আবার কেন্দ্রীয়মন্ত্রী। লড়াইটা কঠিন বলে মানছেন কানহাইয়া।
একদা বিহারের বিরোধী আসনে বসতেন বামেরা। সময়ের বদলে বামেরা এখন কোণঠাসা। পাশের রাজ্য পশ্চিমবঙ্গে ক্ষমতা হারানোর আট বছর পরেও লাল ঝান্ডার শক্তিক্ষয় অব্যাহত। এমনই এক সময়ে বেগুসরাইয়ে বামেদের তুরুপের তাস কানহাইয়া কুমার।
ইতিহাস বদলাবেন কানহা এমনটাই ভাবছেন গুজরাট থেকে বন্ধুর পাশে দাঁড়াতে আসা দলিত নেতা জিগনেস মেভানি।
কানহাইয়া সত্যিই এক বীরের নাম। তাই এই বীরের পাশে দেশের নানা প্রান্ত থেকে ছুটে এসেছেন উমর খালিদ, সাইলা রশিদ, প্রকাশ রাজ, স্বরা ভাস্কর, অনির্বাণ ভট্টাচার্যরা। আছেন সিপিএম থেকে বিতাড়িত প্রসেনজিৎ বসু। ভাবছেন সকলে একবিংশ শতকে বুর্জোয়া সমাজে কানহাইয়ার লড়াই সমাজ বদলের। যেখানে তিনি কৃষ্ণ আবার তিনিই অর্জুন।
বিহটের আজাদ ক্যান্টিন। দেশবাসীর পয়সায় পনেরো টাকার বিরিয়ানি নয়। মানুষের টাকায় তৈরি হয় সামান্য ডাল-রুটি আর আলু চোখা। আধুনিক কানহার সেনানীদের এটাই লঙ্গর। সকাল থেকে রাত, রব উঠছে। না বন্দুক-গুলির শব্দ নয় বিহারের ভোট ভূমে এখন গান আর কবিতায় সমাজ বদলের ঢাক।
ছবি: ইন্টারনেট
তথ্য: নিউজ১৮
বাঙালীয়ানা/এসএল