ক্যান্সার গবেষণায় নোবেল পেলেন দুই গবেষক

Comments

ক্যান্সার চিকিৎসায় নতুন পদ্ধতি ব্যবহার করায় এ বছরের চিকিৎসা শাস্ত্রে নোবেল পুরস্কার পেয়েছেন দুই গবেষক। এরা হলেন মার্কিন গবেষক জেমস পি অ্যালিসন এবং জাপানের তাসুকু হোনজো।

সোমবার, ১ অক্টোবর, ২০১৮ সুইডেনের করোলিনস্কা ইনস্টিটিউট চিকিৎসায় নোবেল পাওয়া এই দুইজনের নাম ঘোষণা করা হয়। এই দুইজন পুরস্কারটির সমান অংশীদার।

ক্যান্সার গবেষণায় নোবেল পেলেন দুই গবেষক

দুই গবেষক

শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা কমানোর প্রবণতাকে প্রতিহত করে ক্যান্সার চিকিৎসায় নতুন পদ্ধতি আবিস্কারের জন্য যৌথভাবে এই দুই গবেষককে পুরস্কৃত করা হয়। ক্যান্সারের কোষগুলিকে মানুষের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা দিয়েই আক্রমণ ঘটিয়ে প্রতিহত করার পদ্ধতি আবিস্কার করেছেন এই দুইজন।

আনুষ্ঠানিকভাবে এই বছরের ১০ ডিসেম্বর নোবেল বিজয়ীদের হাতে তুলে দেওয়া হবে পুরস্কারের অর্থ।

এছাড়া ২ অক্টোবর পদার্থ বিজ্ঞানে, ৩ অক্টোবর রসায়নে, ৫ অক্টোবর শান্তিতে এবং ৮ অক্টোবর অর্থনীতিতে নোবেল পুরস্কার ঘোষণা করা হবে। তবে এ বছরের সাহিত্যে নোবেল পুরস্কার স্থগিত করেছে রয়্যাল সুইডিশ একাডেমি।

 

আরও পড়ুন : যশোর রোডের গাছগুলো না কাটার সিদ্ধান্ত

 

বাঙালীয়ানা/এমএ/জেএইচ

মন্তব্য করুন (Comments)

comments

Share.