ক্লিনিকে শিশু ধর্ষণের অভিযোগ

Comments

রাজধানীর দক্ষিণখানে এক ক্লিনিকে ডাক্তার কর্তৃক শিশুকে ধর্ষণের অভিযোগ দায়ের করেছে শিশুটির বাবা-মা। এই ঘটনায় তারা থানায় মামলা করলে পুলিশ ডাক্তারকে গ্রেপ্তার দেখায়। তবে, ডাক্তারের অভিযোগ তাকে ফাঁসানো হচ্ছে।

জানা যায়, ২৩ এপ্রিল, শিশুটির জ্বর আসায় তাকে স্থানীয় ‘দরিদ্র পরিবার সেবা সংস্থা’ নামের হাসপাতালে নেয়া হয়। সেখানে পল্লি চিকিৎসক শিশুটিকে দেখেন এবং একটি ঔষধ নিয়ে আসার জন্য শিশুটির বাবাকে জানান। শিশুটির বাবা, শিশুটিকে হাসপাতালে রেখে ঔষধ আনতে যায় এবং দেড় ঘন্টা পর ফিরে এসে চিকিৎসা শেষে বাসায় নিয়ে যান। পরে, ২৭ এপ্রিল, শিশুটি পরিবারের কাছে ডাক্তারের বিরুদ্ধে প্রথম অভিযোগ করে এবং তাকে ঔষধ খাইয়ে হাত পা বেঁধে ধর্ষণ করে বলে জানায়। তাকে পরে ঢাকা মেডিক্যাল কলেজে নিয়ে আসা হয়।

দক্ষিন খান থানায় মামলা দায়ের করা হয়েছে ঐ পল্লি চিকিৎসকের নামে। তাকে গ্রেপ্তার করেছে পুলিশ। তবে ঐ পল্লি চিকিৎসক অভিযোগ করেন, তাকা ফাঁসানো হচ্ছে। জমি নিয়ে তাদের পূর্বের জের থেকেই তার বিরুদ্ধে এই অভিযোগ এনেছে তার পরিবার। চিকিৎসক জানান, মেয়েটি তার ক্লিনিকে এসেছিলো। চিকিৎসা নিয়ে চলে গিয়েছে। আর কিছুই হয়নি।

শিশুটি স্থানীয় একটি মাদ্রাসার চতুর্থ শ্রেনীর ছাত্রী। বর্তমানে সে ঢাকা মেডিক্যাল হাসপাতালে ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি আছে বলে জানিয়েছেন দক্ষিণখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুল গণি সাবু।

বাঙালীয়ানা/জেএইচ

মন্তব্য করুন (Comments)

comments

Share.