খেলা হইতে পড়া উত্তম, মাঠ হইতে থানা

Comments


রোমেন রায়হান

মাথা গুঁজে পড়ার কথা!
মন বসে না পাঠে?
কোন আক্কেলে সকাল-বিকাল
খেলতে আসিস মাঠে?

বাপ-মাগুলা অন্ধ নাকি?
অন্ধ পুরা জাতি?
আমার ছেলে এমন হলে
পাছায় দিতাম লাথি।

খেলা হইতে পড়া উত্তম
মাঠ হইতে থানা
বদগুলারে চটকানা দে
উচ্চভবন বানা।

খেলার লাগি তোদের সবার
মন যদি খুব কাঁদে
মাঝে মাঝে খেলতে আসিস
একুশতলার ছাদে।

মুখে মুখে তর্ক করিস?
মাঠের করিস দাবি!
বাঁদর থেকে কবে তোরা
মানুষে বদলাবি?

জাতি কোথায় রওনা দিছে!
বুঝতেছ না খোকা?
এই কে আছিস? ধর এটারে
চৌদ্দ শিকে ঢোকা।
২৪/০৪/২০২২

লেখক:
Romen Raihan_Poet
রোমেন রায়হান, চিকিৎসক ও ছড়াকার

ফিচার ফটোতে ব্যবহৃত কার্টুন: মেহেদী হক


মন্তব্য করুন (Comments)

comments

Share.

About Author

বাঙালীয়ানা স্টাফ করসপন্ডেন্ট