গণতন্ত্র চাপে রয়েছে : অ্যান্তোনিও গুতেরেস

Comments

অতীতের যে কোন সময়ের তুলোনায় গণতন্ত্র এখন সবচেয়ে বেশি চাপের মুখে রয়েছে বলে মন্তব্য করেছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস।

জাতিসংঘের মহাসচিব বলেন, ‘এ কারণে এই আন্তর্জাতিক দিবসে আমাদের উচিত গণতন্ত্রকে শক্তিশালী করতে সম্ভাব্য উপায় এবং যে পদ্ধতিগত চ্যালেঞ্জগুলো গণতন্ত্রকে বাধাগ্রস্ত করার চেষ্টা করছে সেগুলোর সমাধান অনুসন্ধান করা।’ ১৫ সেপ্টেম্বর আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে দেওয়া এক বাণীতে তিনি এ কথা জানিয়েছেন।

তাছাড়া, তরুণ ও প্রান্তিক জনগোষ্ঠীকে রাজনৈতিক ব্যবস্থায় অন্তর্ভুক্ত করা ও অর্থনৈতিক ও রাজনৈতিক বৈষম্য মোকাবিলা মাধ্যমে গণতন্ত্রকে আরোও শক্তিশালী করার তাগিদ দিয়েছেন বিশ্বের শীর্ষ এই কূটনীতিবিদ। 

তিনি এমন একটি ভবিষ্যৎ নির্মাণের আশা রাখেন যেখানে কাউকে পেছনে না রাখার সমীকরণ বিবেচনায় প্রাধান্য পাবে। তিনি বলেন,  ‘প্রশ্নগুলোর মধ্যে রয়েছে-পরবর্তী প্রজন্মের ওপর অভিবাসন বা জলবায়ু পরিবর্তন কী প্রভাব ফেলবে, ঝুঁকি এড়িয়ে নতুন প্রযুক্তির সম্ভাবনার সর্বোচ্চ ব্যবহার কীভাবে করা যায় এবং গণতন্ত্র যাতে উত্তম জীবনযাত্রা ও জনগণের আকাঙ্ক্ষা পুরোপুরি পূরণ করতে পারে সে জন্য কীভাবে সর্বোচ্চ উপযোগী শাসনপদ্ধতি গড়ে তোলা যায়’

আন্তর্জাতিক গণতন্ত্র দিবসে গণতন্ত্রের ভবিষ্যতের জন্য সবাইকে যৌথভাবে কাজ করার অঙ্গীকার করার আহ্বান জানান তিনি।

বাঙালীয়ানা/জেএইচ

মন্তব্য করুন (Comments)

comments

Share.