ঘূর্ণিঝড় ‘তিতলি’র প্রভাবে গুড়িগুড়ি বৃষ্টি হচ্ছে রাজধানীতে

Comments

বাংলাদেশের খুলনা ও ভারতের পশ্চিমবঙ্গ উপকূলের দিকে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘তিতলি’। এর প্রভাবে রাজধানীতে গুড়িগুড়ি বৃষ্টিপাত হচ্ছে।

বেলা পৌনে ১১টার পর থেকে নগরীর বিভিন্ন স্থানে বিছিন্নভাবে হালকা বৃষ্টিপাত শুরু হয়। ভোর থেকে আকাশ রৌদ্রোজ্জ্বল ছিল। হঠাৎ করে গুড়িগুড়ি বৃষ্টি নামায় বিপাকে পড়েন পথচারীরা।

আবহাওয়া অধিদফতরের কর্তব্যরত কর্মকর্তা রুহুল কুদ্দুস দুপুর সোয়া ১২টায় জানান, তিতলির প্রভাবে রাজধানীসহ সারাদেশে আগামী ৪৮ঘণ্টায় হালকা থেকে মাঝারি এমনকি ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে।

তিনি জানান, ‘তিতলি’ শক্তিশালী ঘূর্ণিঝড়ে রূপ নিচ্ছে। দেশের সমুদ্রবন্দর গুলোকে ৪ নম্বর হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে।

বাঙালীয়ানা/এমএইচ

মন্তব্য করুন (Comments)

comments

Share.