চলে গেলেন দেশের অন্যতম সেরা কৌতুক অভিনেতা আনিস। রবিবার, ২৮ এপ্রিল, রাত আনুমানিক ১১ টায় টিকাটুলির বাসায় মারা যান এই জনপ্রিয় কৌতুক অভিনেতা।
১৯৬০ সালে ‘বিষকন্যা’ চলচ্চিত্রের মাধ্যমে আত্মপ্রকাশ করলেও তার তিনি প্রথম দর্শকের সামনে আসেন ১৯৬৩ সালে জিল্লুর রহমান পরিচালিত ‘এই তো জীবন’ চলচ্চিত্রের মাধ্যমে। সক্রিয় ছিলেন বাংলাদেশ টেলিভিশনের সাথেও। মঞ্চে অভিনয় করেও ব্যাপক খ্যাতি অর্জন করেছেন আনিস। প্রায় আড়াইশো চলচ্চিত্রে অভিনয় করেছেন তিনি।
পরিবার সূত্রে জানা যায়, গ্রামের বাড়ি ফেনীর ছাগলনাইয়া উপজেলার বল্লবপুর গ্রামে তাকে সমাহিত করা হবে। চার বছর আগে তার স্ত্রী মারা যান। আনিসের দুই মেয়ে। একজন যুক্তরাষ্ট্রে আর অন্যজন ঢাকায় থাকেন।
বাঙালীয়ানা/জেএইচ