চলে গেলেন ঝর্ণাধারা চৌধুরী

Comments

কীর্তিময়ী নারী, সমাজ হিতৈষী, গান্ধী আশ্রম ট্রাস্টের সচিব ঝর্ণাধারা চৌধুরী মারা গেছেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮১ বছর।

নোয়াখালীর সোনাইমুড়ীর গান্ধী আশ্রম ট্রাস্টি বোর্ডের সচিব ঝর্ণাধারা চৌধুরী রাজধানীর স্কয়ার হাসপাতালে লাইফ সাপোর্টে ছিলেন। বৃহস্পতিবার, ২৭ জুন, ২০১৯, সকাল সাড়ে ৬টার দিকে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন বলে ট্রাস্টের সভাপতি স্বদেশ রায় জানান।

আশ্রম সূত্রে জানা যায়, ঝর্ণাধারা চৌধুরী দীর্ঘদিন ধরে উচ্চ রক্তচাপ, ডায়াবেটিসসহ বার্ধক্যজনিত নানা শারীরিক সমস্যায় ভুগছিলেন। ১ জুন, ২০১৯, মস্তিষ্কে রক্তক্ষরণ হলে পরদিন তাকে রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়।

বুধবার হাসপাতালেই তার মস্তিস্কে দ্বিতীয়বারের মত রক্তক্ষরণ হলে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়।

সমাজকর্মী ঝর্ণা ধারা চৌধুরী ২০১৩ সালে ভারতের তৃতীয় সর্বোচ্চ বেসামরিক পুরস্কার পদ্মশ্রী ও ২০১৫ সালে বাংলাদেশের একুশে পদক লাভ করেন।

বাঙালীয়ানা/এসএল

মন্তব্য করুন (Comments)

comments

Share.