তামিম ইকবাল ইনজুরি থেকে ফিরেছেন, উইন্ডিজের সাথে প্রস্তুতি ম্যাচেও হাঁকিয়েছেন ঝড়ো গতির এক শতক। তা না হলেও দলে অটো চয়েস অলওয়েজ তামিম। হাতটাকে একটু ঝালিয়ে নেয়া আর ম্যাচ দিয়ে ম্যাচে ফেরাই ছিল প্রধান লক্ষ্য।
কিন্তু আলোচনা ছিলো তামিমের সাথে ওপেন করবে কে? পাইপ লাইনে ছিলেন ইমরুল, লিটন আর সৌম্য। কিন্তু টিম ম্যানেজমেন্ট হয়তো চিন্তা করতে করতে চারজনকেই দলে ডেকে পাল্টেই ফেললো ব্যাটিং অর্ডার। যদিও তা বোঝা যাবে বাংলাদেশ দল ব্যাট হাতে মাঠে নামার পরে।
সৌম্য আছেন দারুণ ফর্মে। প্রস্তুতি ম্যাচেও তামিমের সাথে থেকে করেছেন সেঞ্চুরী। এশিয়া কাপের ফাইনাল থেকেই মোটামুটি ফর্মেই আছেন লিটন। শেষ সিরিজেও খুব একটা খারাপ খেলেননি। এক ম্যাচে ছিলো অর্ধশতকও। তবে অনন্য ফর্মে আছেন ইমরুল কায়েস। জিম্বাবুয়ে সিরিজে রেকর্ডের জন্ম দিয়েছেন। এখন আশার কথা, চলতি সিরিজে আগের সিরিজের ফর্ম বয়ে আনতে পারলে শুধু ইমরুল কায়েসই নন, ভালোটা হবে দলেরও।
সামনে বিশ্বকাপ থাকায় অবশ্য দলের মধ্যে আছে দারুণ প্রতিযোগিতা, যা হয়তো আরও ঝামেলায় ফেলবে নির্বাচকদের। আর টিম ম্যানেজমেন্টও উপভোগই করছে এই প্রতিযোগিতা।
বাঙালীয়ানা/জেএইচ