চালের আমদানী শুল্ক-কর বেড়ে হল ৫৫%

Comments
অভ্যন্তরীণ বাজারে ধানের ক্রয় মূল্যের নিম্নগামীতায় চাল আমদানী নিরুৎসাহিত করতে শুল্ক-কর বৃদ্ধি করা হয়েছে। নিয়ন্ত্রণমূলক শুল্ক ৩ শতাংশ থেকে বাড়িয়ে ২৫ শতাংশ করা হয়েছে। আর চাল আমদানী পর্যায়ে ৫ শতাংশ অগ্রিম করও আরোপ করা হয়েছে। তবে আমদানি শুল্ক ২৫ শতাংশ বহাল রাখা হয়েছে।

বুধবার, ২২ মে, ২০১৯, জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এই সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে। নতুন শুল্ক-কর আরোপের ফলে চাল আমদানীর মোট কর বেড়ে হলো ৫৫ শতাংশ। এই বাড়তি শুল্ক-কর আজ থেকেই তাৎক্ষণিকভাবে কার্যকর করা হয়েছে।

এ দিকে এনবিআরের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে সংস্থাটির চেয়ারম্যান মোশাররফ হোসেন ভূঁইয়া বলেন, চলতি ২০১৮-১৯ অর্থবছরের দশ মাসে প্রায় ৩ লাখ ৩ হাজার টন চাল আমদানী করা হয়েছে। এতে দেশীয় কৃষকেরা উৎপাদন খরচের কম মূল্যে চাল বিক্রি করতে বাধ্য হচ্ছেন। ফলে প্রান্তিক কৃষকেরা আর্থিকভাবে বিপুল ক্ষতির সম্মুখীন হচ্ছেন। কৃষকদের এই ক্ষতি থেকে রক্ষা করতে প্রধানমন্ত্রীর অনুশাসন অনুযায়ী চাল আমদানী পর্যায়ে শুল্ক-কর বৃদ্ধি করা হয়েছে।

বাঙালীয়ানা/এসএল

মন্তব্য করুন (Comments)

comments

Share.