
লে. ক. এস আই এম নুরুন্নবী খান বীর বিক্রম
অসম সাহসী যোদ্ধা অকুতোভয় মুক্তিসেনানী শামসুল ইসলাম মোহাম্মদ নূরুন্নবী খান যাকে সকলে চেনেন লে. ক. এস আই এম নুরুন্নবী খান বীর বিক্রম নামেই তিনি বুধবার, ২২ মে, ২০১৯, বিকেল সাড়ে চারটের দিকে ঢাকা কম্বাইন্ড মিলিটারী (সিএমএইচ) হাসপাতালে বার্ধক্যজনিত নানা রোগে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৭ বছর।
শুক্রবার, ২৪ মে, ২০১৯, বিকেলে সামরিক কায়দায় শেষ অভিবাদনের পর লে. ক. এস আই এম নুরুন্নবী খান বীর বিক্রমকে বনানীতে সামরিক কবরস্থানে শেষ শয্যায় শায়িত করা হয়।

লে. ক. এস আই এম নুরুন্নবী খান বীর বিক্রমকে নিয়ে যাওয়া হচ্ছে তাঁর শেষ শয্যার দিকে।

লে. ক. এস আই এম নুরুন্নবী খান বীর বিক্রমকে সামরিক কায়দায় শেষ অভিবাদন জানাচ্ছে সেনাসদস্যরা।

লে. ক. এস আই এম নুরুন্নবী খান বীর বিক্রমকে বিদায় জানাতে এসেছেন স্বজনেরা।

লে. ক. এস আই এম নুরুন্নবী খান বীর বিক্রমকে ফুলেল অভিবাদন।
এস আই এম নূরুন্নবী খান ১৯৪২ সালে লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলার লক্ষ্মীধরপাড়া গ্রামে পিতা হাবীবউল্লাহ খান এবং মাতা শামছুন নাহার বেগমের ঘরে জন্ম লাভ করেন। তাঁর প্রথমা স্ত্রী জাকিয়া মাহমুদা, তাঁর মৃত্যুর পরে তিনি সুলতানা নবীকে বিয়ে করেন। নুরুন্নবী খানের এক পুত্র ও তিন কন্যা।
নুরুন্নবী খান বীর বিক্রমকে সামরিক বিউগলে বিদায় অভিবাদন
নুরুন্নবী খান বীর বিক্রমকে সামরিক কায়দায় শেষ অভিবাদন
বাংলার কিংবদন্তী মুক্তিযোদ্ধা নুরুন্নবী খান বীর বিক্রমকে বাঙালীয়ানার রক্তিম অভিবাদন।

বাংলার মুক্তি সংগ্রামের সংগ্রামী ছাত্র নেতা ও মুক্তিযুদ্ধের বীর সেনানী লে. ক. এস আই এম নুরুন্নবী খান বীর বিক্রম।
ছবি ও চলচ্চিত্র: গেরিলা ১৯৭১
বাঙালীয়ানা/এসএল