ঘুরেফিরে আবারও ইতিহাস ফিরে এলো। রোহিতের ক্যাচ ড্রপড করেছিলেন তামিম। সেই রোহিত আবারও হাঁকালেন সেঞ্চরি।
পঞ্চম ওভারে মুস্তাফিজ করছিলেন নিজের দ্বিতীয় ওভার। চতুর্থ বলটা ছিলো কিছুটা খাটো লেন্থের। সেই বলে পুল খেলে বসলেন ভারতের ইনফর্ম ওপেনার রোহিত শর্মা। ব্যাটে বলে টাইমিং না হওয়ায় বল হাওয়ায় ভাসছিল। মিডউইকেটে দেশের অন্যতম সেরা ফিল্ডার তামিম ইকবাল।
সবার ধারণা তখন ফিরছেন রোহিত। কিন্তু কে জানতো জীবন পেয়ে যাবেন তিনি। তামিম দৌড়ে এলেন, বলের লাইনে এলেন, কিন্তু নিজের ব্যালেন্স ধরে রাখতে পারলেন না। ক্যাচ মিস করে রোহিতকে যেন বার্তা দিলেন ‘ব্যাটিং করে যাও’।
এই ক্যাচ ছাড়ার খেসারত তার পরের ওভার থেকেই পেল বাংলাদেশ দল। ক্যাচ ধরতে পারলে ৯ রানেই ফিরত রোহিত। সেই ৯ রানকে তিনি টেনে আনলেন ১০৪ রানে। আর সেঞ্চুরির খেলায় ছিল ৭ চার আর ৫ ছয়ের মার।
শেষে ক্যাচ তুলেই ফিরেছেন তিনি। পার্ট টাইমার সৌম্যের বলে লিটনের হাতে ক্যাচ দিয়ে। কিন্তু ততক্ষনে ভারত পৌঁছে গিয়েছে ভালো অবস্থানে।
এর আগে, ২০১৫ সালেও ‘নো বল’ বিতর্কে বেঁচে যান রোহিত। সেবারও সেঞ্চরি ফিরেছিলেন রোহিত। বড় ম্যাচে এবারও বড় ভুল করলো টিম টাইগার।
বাঙালীয়ানা/জেএইচ