চ্যাপ্টার এইট: চ্যাপ্টার নাইন শুধুই আনুষ্ঠানিকতার

Comments

সেমিফাইনালে যাওয়ার আশা তবে এবারে ক্ষান্ত হলো। গ্রুব পর্বের ম্যাচে ভারতের কাছে ২৮ রানে হেরে গিয়ে শুধু আনুষ্ঠানিকতা শেষ করবে বাংলাদেশ।

টসে জিতে ভারতীয় কাপ্তানের সিদ্ধান্ত ভুল প্রমাণ করার সুযোগ পেয়েছিলো বাংলাদেশ। পঞ্চম ওভারেই মুস্তাফিজের বলে ক্যাচ তুলেছিলেন রোহিত শর্মা। সেই ক্যাচটা যদি তামিম লুফে নিতে পারতেন তবে হয়তো খেলার ফলাফলটা বদলে যেতে পারত। কিন্তু পারলেন না তামিম। কিন্তু সেই সুযোগ রোহিত কাজে লাগিয়েছেন শতভাগ। তুলেছেন চলতি বিশ্বকাপের আরেকটা শতক।

সাথে নামা আরেক ওপেনার লোকেশ রাহুলও ভালো সঙ্গ দিয়েছেন রোহিতকে। দুই ওপেনার করেন ১৮০ রানের জুটি। এরপর তাশের ঘরের মত উইকেট না পড়লেও নিয়মিত বিরতিতে উইকেট তুলেছেন মুস্তাফিজ, সাকিব, সৌম্যরা। ফিজের ৫ আর সাথে সাকিব, সৌম্য, রুবেলের ১ টি করে উইকেটে ভারত তুলেছে ৩১৪ রান।

জবাব দিতে নেমে দেখেশুনে খেললেও তামিম আউট হয়েছেন আশাহত ভাবে। সাকিব-সৌম্য জুটি আশা জাগালেও সৌম্য বেশিক্ষণ থাকতে পারেনি ক্রিজে। এরপর মুশফিক আর লিটনকে নিয়ে চেষ্টা করে গেলেও একাই মূলত লড়াই করেছেন সাকিব। মোসাদ্দেক ব্যাটিংয়ে ছিলেন আজ ব্যর্থ।

শেষের দিকে সাব্বির আর সাইফুদ্দীনের লড়াই আবারও আশা জাগিয়েছিল। ৬৬ রানের জুটিটাও ম্যাচ বের করে আনতে পারেনি। সাব্বির ৩৬ বলে ৩৬ রান করে শুধুমাত্র নিজের দায়টা মিটিয়ে এসেছেন। হারের লজ্জায় ডুবানোর আগে সাব্বির-সাইফুদ্দীন জুটি জেতার জন্য লড়াই করছে। শেষ পর্যন্ত ক্রিজে থেকে ৫১ রান করেছেন সাইফুদ্দীন। মাশরাফি, রুবেল, মুস্তাফিজ আরেকটু সাপোর্ট দিয়ে গেলে হয়তো আরোও কাছাকাছি যেতে পারত বাংলাদেশ। হয়তো ম্যাচটা বের করে নিয়ে আসার সামর্থ্যও ছিল সাইফুদ্দীনের।

এই হারের মাধ্যমে আপাতত আরোও চার বছরের জন্য বিশ্বকাপ থেকে ছিটকে গেলো বাংলাদেশ। পাকিস্তান ম্যাচে জয় দিয়ে বিশ্বকাপ শেষ করুক বাংলাদেশ এটাই ফ্যানদের চাওয়া। তবে দর্শকদের আশা ২০২৩ সালে ফেভারিট হয়েই বিশ্বমঞ্চে যাবে টিম টাইগার।

বাঙালীয়ানা/জেএইচ

মন্তব্য করুন (Comments)

comments

Share.