বিশ্বকাপে বাংলাদেশের টিকে থাকার ম্যাচে মুখোমুখি হয়েছে শিরোপা প্রত্যাশী ভারতের সাথে। ম্যাচের টসে হাসলেন ভিরাট কোহলি। টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
এজবাস্টনে টসে হেরে গিয়ে মাশরাফি বললেন, তিনিও টসে জিতলে ব্যাট করার সিদ্ধান্ত নিতেন।
মাহমুদুল্লাহ ইনজুরি থাকায় দলে তার আবারও ডাক পেয়েছেন সাব্বির রহমান। বাউন্ডারির দৈর্ঘ্য কম থাকায় দলে রাখা হয়নি মেহেদি হাসান মিরাজকেও। ম্যাচে চার পেসার নিয়ে খেলবে বাংলাদেশ দল।
বাংলাদেশ দল: মাশরাফি, তামিম, সৌম্য, সাকিব, মুশফিক, লিটন, মোসাদ্দেক, সাব্বির, সাইফুদ্দীন, রুবেল ও মুস্তাফিজ।
ভারত দল: কোহলি, রাহুল, রোহিত, পান্থ, দীনেশ কার্তিক, ধোনি, পান্ডিয়া, ভুবেনেশ্বর, শামি, চাহাল ও বুমরাহ।
এখন পর্যন্ত এই দলের বিশ্বকাপ আসরে দেখা হয়েছে ৩ বার। ২০০৭, ২০১১ ও ২০১৫ বিশকাপে। বিশ্বকাপ স্মৃতি হিসেব করলে ভারতের জয় দুইটিতে আর বাংলাদেশ জিতেছে এক ম্যাচে। তাই আজকের ম্যাচে বিশ্বকাপের হেড টু হেডে বাংলাদেশের সুযোগ থাকবে ভারতের কাঁধে কাঁধ রাখার।
বাঙালীয়ানা/জেএইচ