চ্যাপ্টার এইট: রোহিতের ক্যাচ ফেললেন তামিম

Comments

মহাগুরুত্বপূর্ণ ম্যাচে টসে জিতে ব্যাটিং করছে ভারত। আর ম্যাচের চতুর্থ ওভারেই রোহিতের ক্যাচ ছাড়লেন তামিম।

চতুর্থ ওভারে বল হাতে আক্রমণে আসেন মুস্তাফিজ। শর্টে বল পেয়ে সেই পুল করেন রোহিত। কিন্তু টাইমিং না হওয়ায় ক্যাচ ধরার পজিশনেই বল পান তামিম ইকবাল।

কিছুটা দৌড়ে এসে ক্যাচ লুফে নেওয়ার চেষ্টা করেও ব্যর্থ হন তিনি। মহাগুরুত্বপূর্ণ ম্যাচে রোহিতের মত ব্যাটসম্যানের ক্যাচ ফেলে দেওয়ার মাশুল গুনতে না হলে রোহিতকে ফেরাতে হবে দ্রুত।

বাঙালীয়ানা/জেএইচ

মন্তব্য করুন (Comments)

comments

Share.