সেমিফাইনালের ওঠার কঠিন সব সমীকরণ সামনে অপেক্ষা করছে। কিন্তু সবার আগে ম্যাচ জিততে হবে বাংলাদেশকে। সেই লক্ষ্য নিয়েই নিজেদের সপ্তম ম্যাচে আফগানিস্তানের মুখোমুখি বাংলাদেশ।
টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিলে ওপেনিং এ পরিবর্তন নিয়ে মাঠে নামে বাংলাদেশ। বিশ্বকাপে তামিমের নিয়মিত সঙ্গী সৌম্যকে বসিয়ে ক্রিজে লিটন। প্রথম বলটাও মোকাবিলা করলেন তিনিই। আফগানদের স্পিন সামলাতেই হয়তো এই রাইট-লেফ্ট ভাবনা।
শুরুটা ভালোই করেছিলেন লিটন। তামিমও খেলছিলেন দেখেশুনেই। কিন্তু মুজিবের বলে কভার ড্রাইভ করতে গিয়ে আউট হন ক্যাচ তুলে। মাঠের আম্পায়ার সন্দেহ প্রকাশ করে রিভিউ নিলে দেখা যায়, বল হাতে আসে মাটিতে ছুঁয়ে। কিন্তু মাঠ থেকে সফ্ট সিগন্যাল ছিলো আউটের। টিভি আম্পায়ার সেই সিদ্ধান্তেই অনড় থাকেন। যদিও টিভি আম্পায়ার আলিম দার সিদ্ধান্ত বদলে দিতেই পারতেন রিপলাই দেখে। আউট না হওয়ার যুক্তিও ছিলো তার হাতে।
পরে তামিম-সাকিবের জুটি স্ট্রাইক রোটেট করে ভালোই সামাল দিচ্ছিলেন। ভালো খেলতে খেলতেই মোহাম্মদ নবীর বলে বোল্ড হয়ে ফেরেন তামিম।
শেষ খবর, ক্রিজে আছেন সাকিব (৫০) ও মুশফিক (৩১)। বাংলাদেশের সংগ্রহ ২ উইকেট হারিয়ে ১৪০ রান।
বাঙালীয়ানা/জেএইচ