ছবিতে শহীদ আলতাফ মাহমুদ (ফটো ফিচার)

Comments

শহীদ সুরকার আলতাফ মাহমুদের জন্ম ১৯৩৩ সালের ২৩ ডিসেম্বর বরিশাল জেলার পাতার চরে। তিনি বাংলাদেশের প্রখ্যাত সুরকার, সংস্কৃতিকর্মী ও স্বাধীনতা যুদ্ধে শহীদ মুক্তিযোদ্ধা। তিনি একজন ভাষাসৈনিক ছিলেন এবং শহিদ দিবস নিয়ে রচিত “আমার ভাইয়ের রক্তে রাঙানো” গানটির বর্তমান সুরটিও তাঁরই করা। ১৯৪৮ সালে বরিশাল জিলা স্কুল থেকে তিনি মেট্রিকুলেশন পরীক্ষা পাশ করে বিএম কলেজে ভর্তি হন। পরে তিনি চিত্রকলা শিখতে ক্যালকাটা আর্টস স্কুলে গমন করেন। বিদ্যালয়ে থাকা অবস্থাতেই মাহমুদ গান গাইতে শুরু করেন। তিনি প্রথমে প্রসিদ্ধ ভায়োলিনবাদক সুরেন রায়ের কাছে সঙ্গীতে তালিম নেন। এছাড়া তিনি গণসঙ্গীত গাইতে শিখেছিলেন যা সেই সময় তাঁকে অসম্ভব জনপ্রিয়তা ও বিপুল খ্যাতি এনে দেয়।

১৯৭১ সালের ৩০ আগস্ট বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় পাকিস্তানি হানাদার বাহিনী আলতাফ মাহমুদকে ঢাকার আউটার সার্কুলার রোডের বাসা থেকে চোখ বাঁধা অবস্থায় কোথাও নিয়ে যায়। পরবর্তীতে তাঁর আর কোন খোঁজ পাওয়া যায়নি। আজ তার অন্তঃধার্ন দিবসে “শহীদ আলতাফ মাহমুদ ফাউন্ডেশন“-এর সৌজন্যে আমরা প্রকাশ করছি এই বরেণ্য শিল্পীর কিছু বিরল ছবি।  এ-ধরণের আরও ছবি দেখতে চাইলে এখানে ক্লিক করুন।

 

গ্রামোফোন কোম্পানির বিজ্ঞাপন

 

 

শহীদ স্মরণে নির্মিত তোরণ

 

 

সাধনারত আলতাফ মাহমুদ

 

 

একটি অনুষ্ঠানে

 

 

শহীদ মিনারে

পরিবারে সাথে

 

 

পরিবার

 

 

 

 

*প্রতিটি ছবিই আলতাফ মাহমুদ ফাউন্ডেশন -এর ওয়েবসাইট থেকে সংগৃহীত

মন্তব্য করুন (Comments)

comments

Share.