বাংলাদেশ ছাত্রলীগের কমিটি নিয়ে সৃষ্ট চলমান সংকটের জটিলতা নিরসনে বিভিন্ন পক্ষের সাথে আলোচনা করছেন আওয়ামী লীগের নেতারা। এমনটা জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়েদুল কাদের।
শনিবার, ১ জুন দুপুরে মহাখালী বাস টার্মিনালে ঈদে ঘরমুখো যাত্রী ও পরিবহন ব্যবস্থার সার্বিক পরিস্থিতি পরিদর্শন শেষে এ কথা বলেন ওবায়েদুল কাদের। এ সময় সাংবাদিকদের মন্ত্রী বলেন, ‘ছাত্রলীগের কমিটি গঠন, অভ্যন্তরীণ কোন্দল বা সাংগঠনিক সমস্যা সমাধানের ব্যাপারে নেত্রী (শেখ হাসিনা) দলের চারজন নেতাকে দায়িত্ব দিয়েছেন। তিনি বলেন, কমিটির সদস্যদের সঙ্গে কথা হয়েছে। যোগাযোগ হচ্ছে। আন্দোলন-প্রতিবাদ যারা করছে তাঁদের সঙ্গেও আলাপ আলোচনা হচ্ছে। আমি আশা করি অচিরেই সমাধান হবে।’
এ নিয়ে বিভিন্ন পক্ষের সাথে আলোচনা চলছে বলে জানান সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী।
উল্লেখ্য, গত ১৩ মে, ছাত্রলীগের ৩০১ সদস্য কমিটি ঘোষিত হয়। কিন্তু এর পরেই কমিটিতে প্রত্যাশিত পদ না পাওয়া ও পদবঞ্চিতরা কমিটি পুনর্গঠনের দাবিতে আন্দোলন শুরু করেন। পদবঞ্চিতদের অনেকেই রাজু ভাস্কর্যের সামনে অবস্থান কর্মসূচী পালন করছেন।
বাঙালীয়ানা/জেএইচ