খেদ
মরুকবি
বাঘরা গেল বসে
বিশ্বকাপের স্বপ্ন বুঝি যাচ্ছে ক্রমেই খসে,
বোলিং-এ নেই ধার
টসটা জিতেও কেমন করে বোলিং নেয় আবার…?
ইংরেজ পেয়ে সুযোগ
তিনশ রানের পরও আরোও ছিয়াশি করল যোগ
রানের ধীর গতি
বাংলাদেশের আশার ঘোড়ার শীঘ্র টানবে যতি।
একে একে সব গেল
এর পরে আর কেমন করে স্বপ্ন দেখি বল?
কষ্ট ভরা মনে
সাকিবের ওই সেঞ্চুরীটাই খানিক শান্তি আনে।
যাবার আগে বলি
দুঃখের দিনে বাংলাদেশকে যেও না ভাই ভুলি
এবার না হয় নয়
হারের কঠিন পথ পেরিয়েই আসবে মধুর জয়।
আজকে যদি না পারি
আগে পরে বাংলাদেশেরই চলবে বিজয় তরী,
বাজবে বিজয় ভেরী
বিশ্বকাপ নেবই ঘরে এসো সে পণ করি।
লেখক পরিচিত: মরুকবি, মরু-প্রবাসী ছদ্মনামী
ছবি: ইন্টারনেট