স্বপ্ন যাত্রা
মরুকবি
কোহলি বাবুর কানে বাতাস ফিসফিসিয়ে বলে
ভারত বধের পণ করেছে দামাল ছেলের দলে,
আঁতকে উঠে ভাবেন তিনি হচ্ছেটা সব কি
টিমের সাথে একটুখানি শল্লা করে নি’ই।
বয়ান শুনেই বুকটা ওদের উঠল ভীষণ কেঁপে
মাত্রা কত? দেখতে পার সিসমোগ্রাফে মেপে,
যুগ পুরণো, সেই পরাজয় ভুলতে পারার নয়
ম্যাচটা বুঝি বাংলাদেশই করবে আবার জয়,
দোসরা জুলাই এই ভাবনাই হবেই হবে সত্য
প্রশান্তিতে সতের কোটির শান্ত হবে চিত্ত।
তাই না দেখে পাকিস্তানের শুকিয়ে যাবে মুখ
ঠকঠকিয়ে কাঁপবে হাঁটু, কাঁপবে ওদের বুক,
ফখর জামান, বাবর মিয়াঁ কিংবা হারিস সোহেল
ভয়েই কাবু – মাঠের খেলায় মারবে ওরা ফেল।
মিরাজ-সাকিব ঘূর্ণীজালে বাঁধবে ওদের কষে
পরাজয়ের শঙ্কা দুঃখে কাঁদবে ওরা বসে
সরফরাজ ও খুচরা বাকি পরগাছা আর বীজ
উপড়ে তুলে মারিয়ে দেবে সাইফ-মোস্তাফিজ,
পরাজয়ের জ্বলুনিতে ইন্ডি পাকির অঙ্গ
জ্বালিয়ে দিয়ে সেমির পথে যাত্রা করবে বঙ্গ।
বিশ্বকাপের ক্রিকেট খেলা উঠবে মেতে রঙ্গে
গর্ব ভরে আমরা আছি বাংলাদেশের সঙ্গে।
লেখক পরিচিত: মরুকবি, মরু-প্রবাসী ছদ্মনামী
ছবি: ইন্টারনেট