জায়ান বনানীতে সমাহিত

Comments

শ্রীলঙ্কায় সিরিজ বোমা বিস্ফোরণে নিহত জায়ান চৌধুরীকে চিরনিদ্রায় শয়ান করা হল বনানী কবরস্থানে।

বিকেলে বনানী চেয়ারম্যান বাড়ি মাঠে জানাজা শেষে তাকে দাফন করা হয় বনানী কবরস্থানে।

এর আগে নিহত আট বছরের জায়ানের মরদেহ শ্রীলঙ্কান এয়ারলাইন্সের বিমান ইউএল-১৮৯ ফ্লাইটে বুধবার, ২৪ এপ্রিল, ২০১৯, দুপুর পৌনে ১টায় ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আসে।

বিমানবন্দরের টারমার্কে নাতি জায়ানের মরদেহ গ্রহণ করেন নানা শেখ ফজলুল করিম সেলিম। বিমানবন্দরের আনুষ্ঠানিকতা শেষে জায়ানের মরদেহ শেখ সেলিমের বনানীর বাসায় নেওয়া হয়েছে।

জায়ান চৌধুরীর পিতা মশিউল হক চৌধুরী ওই বোমা হামলায় আহত হয়ে শ্রীলঙ্কায় নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন। তার পা ও পেটে অস্ত্রোপচার হয়েছে। তিনি ৭২ ঘণ্টার নিবিড় পর্যবেক্ষণে আছেন। মশিউলের কিডনি ও লিভারে স্প্লিন্টার রয়েছে।

উল্লেখ্য, রোববারে শ্রীলঙ্কায় বোমা হামলায় কলম্বোর শাংগ্রি লা হোটেলের রেষ্টুরেন্টে প্রাতরাশ গ্রহণরত মশিউল হক চৌধুরী আহত হন এবং তার ৮ বছরের ছেলে জায়ান চৌধুরী নিহত হন। জায়ান প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফুপাতো ভাই আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য সাংসদ শেখ ফজলুল করিম সেলিমের একমাত্র কন্যার জেষ্ঠ পুত্র।

ছবি: ফেসবুক

বাঙালীয়ানা/এসএল

মন্তব্য করুন (Comments)

comments

Share.