চ্যাপ্টার এইট: জয়ের রসদ দিলেন ফিজ

Comments

ম্যাচের শুরুতে রোহিত শর্মার ক্যাচ ফেললেন তামিম। সেই রোহিতের সেঞ্চুরিও হজম করতে হলো টাইগারদের। তারপরও নির্ধারিত পঞ্চাশ ওভার শেষে দারুণভাবে ম্যাচে ফিরে এলো বাংলাদেশ।

ম্যাচে ডেডলক ভাঙেন সৌম্য সরকার। পার্ট টাইমার হিসেবে বল করতে এসে ফেরালেন সেঞ্চুরিয়ান রোহিত শর্মাকে। ১৮০ রানের ওপেনিং জুটিতে ফাটল। বেশীক্ষণ ক্রিজে থাকতে পারেননি আরেক ওপেনার লোকেশ রাহুলও। তবে রুবেলের বলে মুশফিকের হাতে ক্যাচ দেওয়ার আগে রাহুল করেছেন ৭৭ রান।

এরপর রিশাব পান্থকে নিয়ে ভিরাট কোহলির ৪২ রানের জুটি। ৩৯তম ওভারে বল হাতে আসেন মুস্তাফিজ। ঐ ওভারেই ফেরান ভারতীয় কাপ্তান কোহলি আর হার্ড হিটার পান্ডিয়াকে। সেখান থেকেই আবার ম্যাচে ফেরে বাংলাদেশ।

নিয়মিত বিরতিতে আউট হয়ে প্যাভিলিয়নে ফেরেন পান্থ, কার্তিক ও এম এস।

শেষ ওভারে মুস্তাফিজের নাটক। প্রথম দুই বলে রান নেওয়ার সুযোগ পেয়েও রান নেননি ধোনি। টার্গেট বড় শট খেলা। সেই খেলা ঘুরিয়ে দিলেন দ্য ফিজ। তৃতীয় বলে ফেরালেন ধোনিকে। এক ওয়াইড থেকে রান আউট হলেন ভুবেনেশ্বর। শেষ বলে বোল্ড হলেন শামি।

সৌম্য ডেডলক ভাংলেও শেষ টেনেছেন দ্য ফিজ। ভারতের বিপক্ষে তৃতীয় বারের মত শিকার করলেন ৫ উইকেট। বাংলাদেশের সামনে টার্গেট ৩১৫ রান। ব্যাটিং লাইনআপ বিবেচনা করলে এই ম্যাচ বাংলাদেশ হাতছাড়া করলে সেমির স্বপ্ন আজই ভঙ্গ হয়ে যাবে।

মজার ব্যাপার হলো, গত বিশ্বকাপেও ইংল্যান্ড ম্যাচে গুরুত্বপূর্ণ সময়ে ক্যাচ ফেলেছিলেন তামিম। রুবেলের গতির কাছে সেই ম্যাচে পরাস্ত হয়ে বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছিল ইংল্যান্ড।

বাঙালীয়ানা/জেএইচ

মন্তব্য করুন (Comments)

comments

Share.