বিশ্বকাপে বাংলাদেশের প্রথম ম্যাচ শুরু হবে কিছুক্ষনের মধ্যেই। প্রথম ম্যাচে বাংলাদেশের প্রতিদ্বন্দ্বী ফাফ ডু’ প্লেসিসের সাউথ আফ্রিকা।
ম্যাচে টসে জিতে আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন সাউথ আফ্রিকার অধিনায়ক ফাফ ডু’ প্লেসিস।
টসে জিতে ফাফ জানিয়েছেন, ইংল্যান্ড ম্যাচ থেকে শিক্ষা নিয়ে বাংলাদেশের সাথে অতিরিক্ত পেসার নিয়ে মাঠে নামবে সাউথ আফ্রিকা। বাউন্সে বাংলাদেশকে কাবু করার ভাবনা সাউথ আফ্রিকা অধিনায়কের।
মাশরাফি জানান, আজকের ম্যাচে খেলছেন দলের সেরা ব্যাটসম্যান তামিম ইকবাল খান।
বাংলাদেশ দল: তামিম ইকবাল, সৌম্য সরকার, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মোহাম্মদ মিথুন, মাহমুদুল্লাহ রিয়াদ, মোসাদ্দেক হোসেন সৈকত, মোহাম্মদ সাইফুদ্দীন, মেহেদী হাসান মিরাজ, মাশরাফি বিন মুর্তজা, মুস্তাফিজুর রহমান।
সাউথ আফ্রিকা দল: কুইন্টন ডি কক, আইডেন কারক্রাম, ফাফ ডু’ প্লেসিস, ভ্যান ডার ডুসেন, ডেভিড মিলার, জেপি ডুমিনি, এনডিল পেহলুকয়ায়ো, ক্রিস মরিস, কাগিসো রাবাদা, লুঙ্গি এনগিডি, ইমরান তাহির।
বাঙালীয়ানা/জেএইচ