সোমবার, ২৯ এপ্রিল, ২০১৯, উন্মোচিত সবুজ জার্সিতে ছিল না লাল, এই কারণে জবাবদিহিতার মুখে বিসিবি ২৪ ঘণ্টার মধ্যে বদলে ফেলে নকশা। সংবাদ সম্মেলন ডেকে বিসিবি সভাপতি দেখান নতুন নকশা। কিন্তু সেই দ্বিতীয় জার্সির নকশাও আজ পাল্টে গেল। তৃতীয়বারে চূড়ান্ত হলো বিশ্বকাপে বাংলাদেশ দলের জার্সি!
বিশ্বকাপের জন্য করা হয়েছিল দুই রঙের জার্সির নকশা। একটি সবুজ, অন্যটি লাল।
বিসিবি সভাপতি নাজমুল হাসান সংবাদ সম্মেলনে সবুজ জার্সির যে নকশা দেখিয়েছিলেন, সেটিতেও কিছুটা পরিবর্তন আনা হয়েছে। প্রথম পরিবর্তনে জার্সির হাতায় লাল রং থাকলেও চূড়ান্ত নকশায় শুধু বুকেই থাকছে লাল। হাতের লাল সরিয়ে ফেলার কারণটা হচ্ছে স্পনসর। বিসিবির বর্তমান স্পনসরের লোগোতে লালের প্রাধান্য থাকায় হাতা থেকে সরিয়ে দেওয়া হয়েছে একই রং। ঠিক একই কারণে পরিবর্তন এসেছে লাল জার্সিটিতেও। এটিতে বুকের সঙ্গে হাতায় থাকছে সবুজ রং। এতে আরও ফুটেছে স্পন্সরের লোগো।
চূড়ান্ত নকশা নিয়ে বিসিবির মিডিয়া কমিটির প্রধান জালাল ইউনুস বলেছেন, ‘হাতে লাল রং থাকলে স্পনসরের লোগোর সঙ্গে মিশে যায়। ওদের লোগোর রংও তো লাল। স্পনসরদের চাহিদাও তো আমাদের দেখতে হবে। আর বেশি লাল থাকলে দেখতে খুব একটা দৃষ্টিনন্দনও হয় না। এ কারণে আরেকবার বদলে এটাই চূড়ান্ত করেছি।’
বাঙালীয়ানা/জেএইচ