বিশ্বের মহাদুর্যোগ করোনাভাইরাসের প্রকোপ মোকাবেলায় স্বনামখ্যাত খেলোয়াড়, সঙ্গীত শিল্পী, অভিনয় শিল্পী, ব্যবসায়ীরা এগিয়ে আসছেন আর্থিক সাহায্য নিয়ে। গত কয়েকদিনে বিভিন্ন দেশের প্রখ্যাত ব্যক্তিবর্গের এধরনের বিভিন্ন সহযোগিতার উদাহরণ প্রকাশ পেয়েছে গণমাধ্যমে।
ভারতে করোনা মোকাবিলায় ৫০০ কোটি রুপি অর্থসাহায্য দেয়ার ঘোষণা দিয়েছেন রতন টাটা। শনিবার, ২৮ মার্চ ২০২০ টুইটারে নিজেই এই ঘোষণা করেন রতন টাটা।
তিনি টুইটে লেখেন, ‘‘মানবজাতি হিসাবে এই মুহূর্তে কোভিড-১৯ আমাদের সামনে সবচেয়ে বড় সঙ্কট। দেশের প্রয়োজনে টাটা ট্রাস্ট এবং টাটা গ্রুপ অব কোম্পানিজ আগেও এগিয়ে এসেছে। তবে এই মুহুর্তে প্রয়োজনটা অন্যান্য সময়ের চেয়ে অনেক বেশি।’’
বসে নেই বাংলাদেশের খেলোয়াড়রাও। বাংলাদেশের ক্রিকেটাররাও সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘোঘণা করেছেন তাদের সহযোগিতার কথা।
বাংলাদেশের জাতীয় দলের অন্যতম জ্যেষ্ঠ খেলোয়াড় তামীম ইকবাল ফেসবুকে সম্প্রতি এ ঘোষণা দিয়ে বলেন, “আমরা মনে করছি, শুধু সচেতন করাই যথেষ্ট নয়, এই দুর্যোগের সময় আমাদের আরও কিছু করার আছে”।
তিনি লিখেছেন, “বিসিবির কেন্দ্রীয় চুক্তিতে যে ১৭ জন ক্রিকেটার রয়েছি এবং জিম্বাবুয়ে সিরিজসহ সম্প্রতি জাতীয় দলে খেলেছে, এমন আরও ১০ জন, সব মিলিয়ে ২৭ ক্রিকেটার এক মাসের বেতনের ৫০ শতাংশ দিয়ে আমরা সহায়তা করছি। কর কেটে রাখার পর মোট থাকবে ২৫ লাখ টাকার কিছু বেশি”।
তিনি আরও লিখেছিলেন, “করোনাভাইরাসের বিরুদ্ধে লড়াই যতটা ব্যাপক, এই অর্থ হয়তো খুব বড় অঙ্ক নয়। তবে বিন্দু বিন্দু জল মিলেই হয়ে ওঠে মহাসাগর। আমরা সবাই যদি নিজেদের জায়গা থেকে চেষ্টা করি, যত ছোট অবদানই হোক, সবাই মিলে সেটিই বড় হয়ে উঠবে। চারপাশের সবার সমালোচনায় মেতে না থেকে আমরা যদি নিজেরা দায়িত্ব নেই ও নিজেদের সাধ্যমতো অবদান রাখি, তাহলেই করোনাভাইরাসের বিরুদ্ধে এই লড়াইয়ে আমাদের জয় সম্ভব।”
এদিকে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সফলতম অধিনায়ক একাদশ জাতীয় সংসদ নির্বাচনে (২০১৮) নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মর্তুজা সাংসদ হিসেবেও দাঁড়িয়েছেন জনগণের পাশে। নিজ এলাকা নড়াইলে প্রায় পনেরশ’ অসহায় মানুষের মাঝে চাল, ডাল, আটা বিতরণ করেছেন। সেখানেও তিনি অসহায়দের সহায়তায় তিনশ’র বেশি পরিবারকে দেওয়া হচ্ছে ৯ কেজির একটি করে প্যাকেট, যেখানে থাকছে ৫ কেজি চাল, ১ কেজি করে ডাল, তেল, পেঁয়াজ ও আলু। এছাড়াও নড়াইল ও লোহাগড়ায় ১ হাজার ২০০ দুস্থ পরিবারকে সহায়তা হিসেবে প্রতি পরিবারের জন্য থাকছে ১০ কেজি চালের পাশাপাশি থাকবে চাল, ডাল, আলু, পেঁয়াজ ও সাবান।
শুধু নড়াইলেই নয়, বাদ থাকেনি শহরের মিরপুরেও। মাশরাফির স্ত্রী সুমনা হকের উদ্যোগে তাদের ঢাকার বাসার আশেপাশে আরও প্রায় ২০০ জনকে খাদ্য সহায়তা দেওয়ার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
করোনার বিরুদ্ধে লড়াইয়ে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে নিজেদের একদিনের মাইনের অর্থ এক করে বিপুল অর্থসাহায্য দিল ভারতের সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স (সিআরপিএফ)। একটি চেকের মাধ্যমে মোট ৩৩ কোটি ৮১ লক্ষ টাকা তারা তুলে দিল প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে।
সম্পতি ভারতীয় ক্রিকেট কিংবদন্তি শচীন টেন্ডুলকারও করোনার প্রাদুর্ভাব ঠেকানোর লড়াইয়ে সামিল হয়ে ৫০ লাখ রুপি (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৫৬ লাখ ১৯ হাজার টাকা) দান করেছেন।
করোনাভাইরাস মোকাবিলায় দেশের ত্রাণ তহবিলে ৫০ লাখ পাকিস্তানি রুপি দান করেছেন পাক ক্রিকেটাররাও।
করোনাভাইরাসে বৈশ্বিক দুর্যোগ নেমে আসায় আমেরিকান গায়িকা টেলর সুইফট তার ভক্ত যাদের রোজগার বন্ধ হয়ে গেছে তাদের প্রত্যেককে ৩ হাজার ডলার করে দিচ্ছেন। কয়েকজন ভক্ত ইতোমধ্যে তার অনুদান পেয়েছে।
সুইফট ছাড়া হলিউড ও বিশ্বসংগীত তারকা অনুদান দিয়েছেন যারা তারা হলেন –
হলিউড অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলি: ১০ লাখ ডলার
অভিনেতা আর্নল্ড শোয়ার্জনেগার: ১০ লাখ ডলার
তারকা দম্পতি রায়ান রিনোল্ডস ও ব্লেক লাইভলি: ১০ লাখ ডলার
মডেল কাইলি জেনার: ১০ লাখ ডলার
মডেল কিম কারদাশিয়ান: ১০ লাখ ডলার
গায়িকা রিয়ান্না: ৫০ লাখ ডলারভারতের চলচ্চিত্র তারকা যারা অনুদান দিলেন-
অক্ষয় কুমার: ২৫ কোটি রুপি
‘বাহুবলী’ প্রভাস: ৪ কোটি রুপি
মহেশ বাবু: ১ কোটি রুপি
চিরঞ্জীবি: ১ কোটি রুপি
আল্লু অর্জুন: ১ কোটি ২৫ লাখ রুপি
রামচরণ: ৭০ লাখ রুপি
হৃতিক রোশন: ২০ লাখ রুপি
কপিল শর্মা: ৫০ লাখ রুপি
সানি দেওল: ৫০ লাখ রুপি
বাঙালীয়ানা/এসএল