ঢাকায় সাহিত্য উৎসবে আসবেন মনীষা-নন্দিতা

Comments

চলচ্চিত্রের এক অবিচ্ছেদ্য অংশ সাহিত্য। তাই এই বছর ঢাকায় অনুষ্ঠিত হওয়া আন্তর্জাতিক সাহিত্য উৎসবে দেশীয় চলচ্চিত্র শিল্পি-কলাকৌশলীদের সাথে আমন্ত্রিত হয়েছেন দেশের বাইরের চলচ্চিত্র সংশ্লিষ্ট ব্যক্তিরা। এ উৎসবে অংশ নিতে তাই ঢাকায় আসছেন বলিউডের নামী অভিনেত্রী মনীষা কৈরালা, অভিনেত্রী ও পরিচালক নন্দিতা দাস এবং ব্রিটিশ অভিনেত্রী টিলডা সুইনটন। জানা গিয়েছে, সাহিত্য উৎসবে ভিন্ন ভিন্ন অধিবেশনে বক্তৃতা করবেন তারা।

মনীষা কৈরালা

মনীষা কৈরালা

অভিনেত্রী মনীষা কৈরালা বলিউডের একসময়ের জনপ্রিয় মুখ। বহু ব্যবসাসফল ছবির নায়িকাও তিনি। ক্যানসারের সঙ্গে লড়াই করে আবারও ফিরেছেন তিনি। সেই অভিজ্ঞতা নিয়েই উৎসবের দ্বিতীয় দিন শুক্রবার, ৯ নভেম্বর, বেলা সোয়া ১১টায় ‘ব্রেকিং ব্যাড’ অধিবেশনে কথা বলবেন তিনি। বাংলা একাডেমির আবদুল করিম সাহিত্যবিশারদ মিলনায়তনের এ অধিবেশনে তার সঙ্গে আরও থাকবেন বলিউড অভিনেত্রী ও পরিচালক নন্দিতা দাস এবং অন্যতম উৎসব পরিচালক সাদাফ সাজ।

নন্দিতা দাস

নন্দিতা দাস

উৎসবের প্রথম দিন বিকেল সোয়া চারটায় একই মিলনায়তনে থাকবে নন্দিতা দাস পরিচালিত ছবি ‘মান্টো’র প্রদর্শনী। এরপর এ ছবি নিয়ে ‘ডিরেক্টরস কাট’ অধিবেশনে কথা বলবেন নন্দিতা। ‘বিফোর দ্য রেইন’ ও ‘ফায়ার’-এর মতো চলচ্চিত্রে অভিনয় করে সবার নজরে এসেছিলেন এই অভিনেত্রী। পরে নিজেই চলচ্চিত্র পরিচালনা শুরু করেন। এ বছর সেপ্টেম্বর মাসে মুক্তি পায় তার পরিচালনায় ‘মান্টো’ ছবিটি।

টিলডা সুইনটন

টিলডা সুইনটন

উৎসবের দ্বিতীয় দিন, ১০ নভেম্বর, বেলা দুইটায় বাংলা একাডেমির আবদুল করিম সাহিত্যবিশারদ মিলনায়তনে থাকবে অস্কার, বাফটা ও গোল্ডেন গ্লোবজয়ী অভিনেত্রী টিলডা সুইনটনের অধিবেশন ‘রিডিং’। গত বছরও উৎসবে এসেছিলেন এই ব্রিটিশ অভিনেত্রী। ঢাকা আন্তর্জাতিক সাহিত্য উৎসবের অন্যতম পরিচালক আনিস আহমেদ জানিয়েছেন, তাদের উৎসবে প্রতিবছরই বিশ্ববরেণ্য তারকা ও শিল্পী-সাহিত্যিকেরা আসেন। বিষয়বৈচিত্র্য বাড়াতেই এ শিল্পীদের আমন্ত্রণ জানানো হয়।

বাঙালীয়ানা/জেএইচ

মন্তব্য করুন (Comments)

comments

Share.