আজ শুক্রবার, ১৭ আগস্ট, ২০১৮, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের প্রায় ২০ কিলোমিটার জুড়ে তীব্র যানজট সৃষ্টি হয়েছে। সোনারগাঁ চৌরাস্তা থেকে দাউদকান্দির হাসানপুর পর্যন্ত, মহাসড়কের ঢাকামুখী ১৬ কিলোমিটার আর চট্টগ্রামমুখী ২০ কিলোমিটার যানজট রয়েছে।
পুলিশ জানায়, গত মঙ্গলবার থেকে শুরু হওয়া এই যানজট ঈদে ঘরমুখো মানুষের চাপ এবং ঈদ উপলক্ষে চট্টগ্রাম থেকে পণ্যবাহী যানবাহনের আধিক্যে তীব্র আকার ধারণ করেনজট
দাউদকান্দি হাইওয়ে থানাসূত্রে জানা যায়, মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার ভবেরচরে ঢাকাগামী একটি রডবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কে উল্টে যায়, এতে যান চলাচল দুই ঘন্টার বন্ধ হয়ে যাওয়াই এই যানজটের কারণ। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন, ‘যানজট নিরসনে হাইওয়ে পুলিশ প্রাণপণ চেষ্টা চালাচ্ছে।’
দাউদকান্দি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম আজাদ আরও জানান, গত মঙ্গলবার থেকে মহাসড়কে আগে থেকেই কয়েকটি কারণে যানজট বিদ্যমান ছিলো। ঈদ সামনে রেখে চট্টগ্রাম বন্দর থেকে পণ্যবাহী অতিরিক্ত যানবাহন চলাচলের কারণে এই যানজট সৃষ্টি হয়েছে। এছাড়াও তিনি, হাইওয়ে পুলিশ যানজট নিরসনে যথাযথ দায়িত্ব পালন করছে বলে আশ্বস্ত করেন।
বাঙ্গালীয়ানা/আআ/জেএইচ