সম্প্রতি জাপানে অনুষ্ঠিত হয়েছে “ইন্টারন্যাশনাল ইয়াং ইনোভেটরস সামিট-২০১৮”৷ রাজধানী টোকিও তে এই আয়োজনের আয়োজক ছিলো স্টুডেক ইন্টারন্যাশনাল এবং তাদের সহযোগী হিসেবে ছিলো জাপান স্টুডেন্ট সার্ভিস অর্গানাইজেশন (জেসসো)৷ এবারের আয়োজন ছিলো “ডিজাইনিং ইনোভেশন ফর দি বেটার ওয়ার্ল্ড’’ এই থিমকে কেন্দ্র করে অর্থাৎ উন্নত বিশ্বের জন্য নকশা উদ্ভাবন।
দুই দফা নির্বাচনের পর সারা বিশ্ব থেকে নির্বাচিত হয় ৫০টি প্রজেক্ট। আয়োজনের সমাপ্তির আগে ‘বেস্ট আইডিয়া ইনোভেশান অ্যাওয়ার্ড’ পায় ‘কিউর ‘ নামক একটি প্রজেক্ট৷ এই কিউর প্রজেক্টটি বাংলাদেশের দুইজন তরুণের উদ্ভাবন। উদ্ভাবকেরা হলেন মাহামুদুল হাসান তন্ময় এবং রিদওয়ানুল আরেফিন অর্ণব ৷
অর্ণবের সাথে কথা বলে জানা যায় তাদের প্রজেক্ট ” কিউর” মূলত ছিলো হেলথ কেয়ার নিয়ে৷ রোগী এবং ডাক্তারদের সহজ উপায়ে কানেক্ট করার প্রজেক্ট, যেখানে সকল রোগীদের ডাটাবেজ তৈরি করা হবে এবং ফার্মেসি – ডায়াগনস্টিক সেন্টারগুলো একটি সার্কেলে আনা হবে। তাদের এই কিউর প্রজেক্ট নিয়ে বাংলাদেশে তারা প্রথমবারের মতো কাজ করতে চায় যার জন্য ইতোমধ্যে তারা স্পন্সরের দরজায় কড়া নাড়তে শুরু করেছে৷ অর্নব বিশ্বাস করে তাদের এই আইডিয়া বাংলাদেশের স্বাস্থ্যসেবায় আমূল পরিবর্তন আনবে,রোগীদের ভোগান্তি কমাবে৷