দেখা হবে কলকাতায় – সৌরভ

Comments

শনিবার, ৩০ মার্চ, এক দফা খেলা হয়ে গেলো শাহরুখ আর সৌরভের মধ্যে। কলকাতা আর দিল্লী ক্যাপিটালসের খেলায় মাঠের বাইরে হয়েছে এই দুই তারকার লড়াই।

আইপিএলের শুরুর দিকে, জুটি হয়েছিলেন বলিউড কিং আর কলকাতার প্রিন্স। কিন্তু, বেশ কিছু বছর সম্পর্কটা একটু গোলমেলে। যার রেশ ধরে কলকাতা নাইট রাইডারস ছেড়েছিলেন সৌরভ গাঙ্গুলি। মাঝে এক মৌসুম খেলেছেন পুনেতে। তারপর নিয়েছেন ছুটি। মেতে ছিলেন ব্যাঙ্গল ক্রিকেট বোর্ড আর আইএসএলে এটলেটিকো ডি কলকাতা নিয়ে। কিন্তু কলকাতার যুবরাজ আবারও যে ফিরলেন আইপিএল। এবারে, দিল্লী ক্যাপিটালসের মেন্টর হিসেবে।

কলকাতার সাথে প্রথম দেখাতে আবার দিল্লী জিতে যাওয়ায় টক্করে হাওয়া এসেছে। গতকাল, সুপার ওভারে খেলা গড়ালে সেখান থেকে ম্যাচ বের করে নিয়ে আসতে পারেনি কলকাতা নাইট রাইডারস। আর প্রথম লেগ জিতে কলকাতায় দেখা হবে বলে জানিয়েছেন আত্মবিশ্বাসী সৌরভও। থ্রিলার জিতে হোটেলে ফিরে কলকাতার প্রিন্স বললেন ‘দেখা হবে কলকাতায়!!!’

 

Dada Said congratulating all of us and he is trying to say that this time Delhi Capitals will play a better game..Requesting to go and watch 12th April DC Vs KKR game in Eden Gardens

Posted by Sourav Ganguly- The Prince of Indian Cricket on Saturday, March 30, 2019

বাঙালীয়ানা/জেএইচ

মন্তব্য করুন (Comments)

comments

Share.