দেশের সেরা দশ পদার্থবিজ্ঞানী কারা?

Comments

বিজ্ঞানের অন্যতম গুরুত্ব শাখা পদার্থবিজ্ঞান। এ উপমহাদেশের বিজ্ঞানীদের বিজ্ঞানের এ শাখায় অসামান্য অবদানের কথা আমাদের খুবই কম জানা আছে। সাম্প্রতিক সময়ও বিজ্ঞানের এ মৌলিক শাখায় অবদান কম নয়। তো এ শাখায় পাঠদানকারী শিক্ষকদের নিয়ে জরিপ করে তুলে আনা হয়েছে সেরা দশ কে!

বাংলাদেশে পদার্থবিজ্ঞানে সেরা দশ শিক্ষক কারা এটা বের করা খুবই কষ্ঠসাধ্য বিষয়। তার সাথে গবেষকদের র‍্যাংকিং করারও কোন সর্বসম্মত পন্থা নেই। তবে মোটামুটি গ্রহণযোগ্য রেটিং করার চেষ্টা করা হয় Research Gate ও RG-Score-এর মাধ্যমে। যদিওবা ওই রেটিং নিয়ে প্রশ্ন আছে। তবুও এটি একটি গ্রহণযোগ্য পন্থা।

যদিও গবেষকদের সম্পর্কে ডাটা বেইসের জন্য একটি নির্ভরযোগ্য সূত্র হল Elsevier এর অঙ্গপ্রতিষ্ঠান SCOPUS। কিন্তু আমাদের দেশে প্রায় কারোরই এখানে অ্যাক্সেস নেই! ডাটা অ্যানালিসিসের ঝক্কিও অনেক।

তবে সর্বশেষ প্রাপ্ত তথ্যমতে, RG-Score অনুযায়ী বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে কর্মরত দেশের প্রথম দশজন পদার্থবিদদের রেটিং সহ তালিকা দেয়া হল-

১. প্রফেসর আ আ মামুন (৪৪ দশমিক ৯৭); জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
২. প্রফেসর সালেহ হাসান নকীব (৩৭ দশমিক ৬১), রাজশাহী বিশ্ববিদ্যালয়
৩. প্রফেসর এমিরেটাস অরুন কুমার বসাক (৩৬ দশমিক ৬১), রাজশাহী বিশ্ববিদ্যালয়
৪. প্রফেসর একেএম আখতার হুসাইন (৩৫ দশমিক ১৯), বুয়েট
৫. প্রফেসর একেএম আজহারুল ইসলাম (৩৫ দশমিক ১৭), রাজশাহী বিশ্ববিদ্যালয়
৬. প্রফেসর এম ইদ্রিস মিয়া (৩৪ দশমিক ৫১), চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়
৭. প্রফেসর জীবন পোদ্দার (৩১ দশমিক ১২), বুয়েট
৮. প্রফেসর ফরহাদ মিনা (৩০ দশমিক ০৯), বুয়েট
৯. প্রফেসর একেএম মইনুল হক মিয়াজ (২৯ দশমিক ৯৮), চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়
১০. প্রফেসর আবু হাসান ভূঁইয়া (২৯ দশমিক ৯৩), বুয়েট

এছাড়া তরুণ গবেষকদের মধ্যে-

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়য়ের ড. শারমিন সুলতানা (স্কোর ২৯ দশমিক ১৬),
বুয়েটের প্রফেসর মোহাম্মদ আব্দুল বাসিত (স্কোর ২৮ দশমিক ০৬) এবং
নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ড. মাহদি রহমান চৌধুরী(স্কোর ২৭ দশমিক ০৭) অন্যতম।

বাঙালীয়ানা/এমএইচ/জেএইচ

মন্তব্য করুন (Comments)

comments

Share.