দ্রোহের কবি হেলাল হাফিজ হাসপাতালে

Comments

গুরুতর অসুস্থ কবি হেলাল হাফিজকে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার, ২১ মে, ২০১৯, দিবাগত রাত একটার দিকে তাকে হাসপাতালে নেয়া হয় বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।

ল্যাবএইড হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. শামীম আহমেদের তত্ত্বাবধানে হেলাল হাফিজকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। জনপ্রিয় এই কবি দীর্ঘদিন ধরেই চোখ, কিডনি জটিলতাসহ নানা শারীরিক সমস্যায় ভুগছিলেন। সম্প্রতি তার জ্বর হলে অবস্থার অবনতি ঘটায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

জনপ্রিয় এই কবি দীর্ঘদিন ধরেই চোখ, কিডনি জটিলতাসহ নানা শারীরিক সমস্যায় ভুগছিলেন। সম্প্রতি তার জ্বর হয়। সেখান থেকে অবস্থার অবনতি হলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

প্রথম কাব্যগ্রন্থ ‘যে জলে আগুন জ্বলে’ -র মাধ্যমে জনপ্রিয়তার শীর্ষে অবস্থান নেন হেলাল হাফিজ। তার ‘নিষিদ্ধ সম্পাদকীয়’ শিরোনামের কবিতার পংতিমালা এখন যৌবন যার মিছিলে যাবার তার শ্রেষ্ঠ সময়’  কবিতা পাঠের আসর ছেড়ে রাজপথে আব্দোলনের সাথী করে হেলাল হাফিজকে। সামরিক শাসনবিরোধী আন্দোলনে মিছিলে-স্লোগানে দেয়ালে দেয়ালে উৎকীর্ণ হয় হেলাল হাফিজের কবিতা।

২০১৩ সালে বাংলা একাডেমী পুরস্কার পান হেলাল হাফিজ। তার আগে খালেকদাদ স্মৃতি পুরস্কারসহ নানা সম্মাননা পেয়েছেন ১৯৪৮ সালে নেত্রকোনায় জন্ম নেওয়া এই কবি।

বাঙালীয়ানা/এসএল

মন্তব্য করুন (Comments)

comments

Share.