এমপিরা শপথ নিল

Comments
বৃহস্পতিবার, ৩ জানুয়ারী, ২০১৯, বেলা ১১টার পর জাতীয় সংসদের শপথ কক্ষে দেশের আইনসভার সদস্য হিসেবে দায়িত্ব পালনের শপথ নিলেন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত সাংসদরা।
শপথ অনুষ্ঠানের শুরুতেই দশম সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী একাদশ সংসদের এমপি হিসেবে নিজে শপথ নেন। এবারের নির্বাচনেও রংপুর-৬ আসন থেকে নির্বাচিত হয়েছেন তিনি। পরে দশম জাতীয় সংসদের স্পিকার হিসেবে তিনিই নবনির্বাচিত বাকি এমপিদের শপথ পড়ান। স্পিকার শপথ বাক্য পাঠ করার পর উপস্থিত নির্বাচিত এমপিদের সারিতে থাকা আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা উঠে দাঁড়িয়ে করতালি দিয়ে স্বাগত জানান। পরে শিরীন শারমিন শপথপত্রে সই করেন।
New-MP-Oath

মন্তব্য করুন (Comments)

comments

Share.