নাটোর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মহিউদ্দিন আহমেদ জানান, শনিবার, ২৫ আগষ্ট, ২০১৮, বিকাল পৌনে ৪টার দিকে উপজেলার ক্লিক মোড়ে নাটোর-পাবনা মহাসড়কে বাসটি পাবনা থেকে নাটোর যাচ্ছিল। পথে বিপরীত দিক থেকে আসা লেগুনাকে চাপা দিলে ঘটনাস্থলেই লেগুনার ১০ যাত্রী নিহত হন। এছাড়া বাসটি রাস্তার পাশে উল্টে পড়লে বাসের ৩০ যাত্রী আহত হন। তাৎক্ষণিকভাবে হতাহত কারও নাম-পরিচয় বলতে পারেননি তিনি।
Share.