গণজাগরণ মঞ্চের মুখপাত্র ডা. ইমরান এইচ সরকার আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে কুড়িগ্রাম-৪ (রৌমারি-রাজিবপুর-চিলমারী) আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হচ্ছেন বলে জানা গেছে। ওই আসনের বেশ কয়েকটি এলাকায় এই খবর ছড়িয়ে পড়লে স্থানীয় নির্বাচনী আলোচনা নতুন মাত্রা পায়। বিশেষ করে তরুণ প্রজন্মের ভোটারেরা এ খবরে উৎসাহ দেখিয়েছেন।
এ ব্যাপারে ইমরান এইচ সরকারের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, “স্থানীয় মুরব্বী ও এলাকার মানুষেরা তাকে অনেকদিন ধরেই নির্বাচনে অংশ নিতে উৎসাহ দিয়ে আসছিলেন। এলাকাবাসী চাইছেন নির্বাচন করি।” তাদের সবার সাথে আলোচনা করে ও সব পরিস্থিতি বিবেচনা করে দু-একদিনের ভিতরই তিনি তার চূড়ান্ত সিদ্ধান্ত জানাবেন। কোনো দলের প্রতিনিধিত্ব না করে সবসময় নিজ এলাকার মানুষের পাশে থাকার চেষ্টা করেছেন জানিয়ে ইমরান আরো জানান, নির্বাচনে গেলেও কোনো দলের প্রতিনিধিত্ব করবেন না, নিজের অবস্থান থেকেই জনগণের প্রতিনিধি হতে চান তিনি। তিনি আরো বলেন, আমার এলাকা এমনিতেই অবহেলিত, সেখানে তেমন কোনো উন্নয়ন হয়নি। এলাকার মানুষের জন্য কাজ করার ইচ্ছে আছে।
বাঙালীয়ানা/এসএস/জেএইচ