নির্বাচিত এমপি’দের শপথ গ্রহণ বৃহস্পতিবার

Comments

গত হওয়া একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিভিন্ন আসনে নির্বাচিত হওয়া সংসদ সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে ৩ জানুয়ারি, বৃহস্পতিবার। সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সংসদ ভবনের পূর্ব ব্লকের প্রথম লেভেলের শপথ কক্ষে এ শপথ অনুষ্ঠিত হবে।

সংবিধানের আলোকে, দশম জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ পাঠ করাবেন। শপথ গ্রহণ অনুষ্ঠানে ২৯৮ আসনের নির্বাচিত এমপিরা অংশ নেওয়ার কথা। এতে, আওয়ামী লীগের ২৫৯ জন, হুসেইন মুহম্মদ এরশাদের নেতৃত্বাধীন জাতীয় পার্টির ২২ জন, বিএনপির ৫ জন, ওয়ার্কার্স পার্টির ৩ জন, জাতীয় সমাজতান্ত্রিক দল, জাসদের ২ জন, বিকল্পধারা বাংলাদেশের ২ জন, গণফোরামের ২ জন, জাতীয় পার্টি-জেপির ১ জন এবং তরিকত ফেডারেশন ১ জনের শপথ গ্রহণ করার কথা। এ ছাড়া নির্বাচনে ৩ জন স্বতন্ত্র সদস্যও এই দিন শপথ নেবেন।

তবে জাতীয় ঐক্যফ্রন্টে থাকা গণফোরামের ২ ও বিএনপির ৫ জন নির্বাচিত প্রার্থী শপথ গ্রহণ করবেন কিনা তা নিয়ে এখনোও ধোঁয়াশা কাটেনি। উল্লেখ্য, নির্বাচনে ব্যাপক অনিয়মের কথা উল্লেখ করে নির্বাচনের ফলাফল প্রথ্যাখান করেছে জোটটি।

এছাড়া, আওয়ামী লীগের সংসদীয় দলের সভাও অনুষ্ঠিত হবে বৃহস্পতিবার। জাতীয় সংসদ ভবনে সরকারি দলের সভাকক্ষে সংসদীয় দলের সভা অনুষ্ঠিত হবে। সভায় সভাপতিত্ব করবেন আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সংসদ সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে সকাল ১১ টায়।

বাঙালীয়ানা/জেএইচ

মন্তব্য করুন (Comments)

comments

Share.