আগামী ০৫ সেপ্টেম্বর নড়াইলে শুরু হচ্ছে চার দিনব্যাপী সুলতান উৎসব । বরেণ্য চিত্রশিল্পী এসএম সুলতানের ৯৪তম জন্মজয়ন্তী উপলক্ষে এই উৎসবের আয়োজন করা হচ্ছে।উৎসব চলবে ০৮ সেপ্টেম্বর পর্যন্ত।
চার দিনব্যাপী উৎসবে থাকছে চিত্র প্রদর্শনী, শিশু শিল্পীদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, শিল্পীর জীবন ও কর্মের ওপর আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। আজ মঙ্গলবার, ০৪ সেপ্টেম্বর প্রতিষ্ঠানটির পক্ষ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এসএম সুলতান শিশু চারু ও কারুকলা ফাউন্ডেশন ও বেঙ্গল ফাউন্ডেশনের আয়োজনে অনুষ্ঠানটির পৃষ্টপোষকতা করছে আরএফএল পাইপ এন্ড ফিটিংস।
বাঙালীয়ানা/টিএইচ/জেএইচ